Suhana Agastya: সুহানার সঙ্গে প্রেমের গুঞ্জন অমিতাভের নাতির, সম্পর্ক জানতেই কী ঘটল বচ্চন পরিবারে

Last Updated:

Suhana Agastya: খবর আসছে যে অগস্ত্য সুহানার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন।

#নয়া দিল্লি: দিন কয়েক আগেই বড়দিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে। তখনই গুঞ্জন শুরু হয়। দুজনকেই দেখা গিয়েছিল ম্যাচিং পোশাকে। ক্রিসমাস উৎযাপনের ছবিগুলি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন জল্পনা শুরু হয় যে অগস্ত্য এবং সুহানার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে।
সুহানা এবং অগস্ত্য দুজনেই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করবেন। এখন খবর আসছে যে অগস্ত্য সুহানার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন। অগস্ত্য যখন তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস পার্টিতে যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বোন এবং মাকে সুহানা খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুহানা এবং অগস্ত্যর বেশ কিছু ছবি ইতিমধ্যে সামনে এসেছে। তা দেখে অনেকেই মনে করেছেন যে তাঁরা ডেটিং করছেন।
advertisement
advertisement
মিডিয়া রিপোর্ট অনুসারে, শ্বেতা বচ্চন সুহানা খানের সঙ্গে ছেলে অগস্ত্যের সম্পর্কের জন্য খুশি। খবরে এও দাবি করা হয়েছে যে, তিনি সুহানাকে অনেক পছন্দ করেন। সুহানা এবং অগস্ত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। দুজনকেই একসঙ্গে উপভোগ করতে দেখা গিয়েছে। এখন তাঁদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। তবে প্রকাশ্যে এখনও কেউ এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
advertisement
সুহানা এবং অগস্ত্য দুজনেরই বয়স ২২ বছর। দুজনেই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' এর অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখবেন। সেই সিনেমার কিছু ছবির ঝলক সামনে এসেছে ইতিমধ্যে। সেখানে সুহানা এবং অগস্ত্যর পাশাপাশি আরও কয়েকজন স্টার কিড রয়েছেন।
advertisement
রিপোর্টে দাবি করা হয়েছে, এই সিনেমার শ্যুটিং চলাকালীনই সম্পর্ক শুরু হয় সুহানা এবং অগস্ত্যর মধ্যে। এখন এই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জনের শেষ নেই বি-টাউনে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhana Agastya: সুহানার সঙ্গে প্রেমের গুঞ্জন অমিতাভের নাতির, সম্পর্ক জানতেই কী ঘটল বচ্চন পরিবারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement