কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস

Last Updated:
Cold Wave in Winter: কাকে বলে এই শৈত্যপ্রবাহ, আসুন একবার মনে করে নিই
1/6
কলকাতাবাসীর আক্ষেপ দূর করে জমিয়ে ঠান্ডা পড়েছে নতুন বছরের প্রথম সপ্তাহেই। পৌষের শীতে হাড়হিম বঙ্গবাসীর। ঠান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে বাজিমাত করেছে হরেক মিম ও রসিকতা।
কলকাতাবাসীর আক্ষেপ দূর করে জমিয়ে ঠান্ডা পড়েছে নতুন বছরের প্রথম সপ্তাহেই। পৌষের শীতে হাড়হিম বঙ্গবাসীর। ঠান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে বাজিমাত করেছে হরেক মিম ও রসিকতা।
advertisement
2/6
ঠান্ডার পড়লেই যে শব্দটা ঘোরাফেরা করে আবহবিদদের আলোচনায়, তা হল শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ। শৈত্যপ্রবাহ শুরু হলে সেই অবস্থা হতে পারে যাকে বলে একে ঠান্ডায় রক্ষে নেই, প্রবাহ দোসর।
ঠান্ডার পড়লেই যে শব্দটা ঘোরাফেরা করে আবহবিদদের আলোচনায়, তা হল শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ। শৈত্যপ্রবাহ শুরু হলে সেই অবস্থা হতে পারে যাকে বলে একে ঠান্ডায় রক্ষে নেই, প্রবাহ দোসর।
advertisement
3/6
কিন্তু কাকে বলে এই শৈত্যপ্রবাহ, আসুন একবার মনে করে নিই। ছোটবেলায় পড়া ভূগোল তথা ভৌগোলিক টার্ম ভুলে গেলে আরও একবার ঝালিয়ে নিই।
কিন্তু কাকে বলে এই শৈত্যপ্রবাহ, আসুন একবার মনে করে নিই। ছোটবেলায় পড়া ভূগোল তথা ভৌগোলিক টার্ম ভুলে গেলে আরও একবার ঝালিয়ে নিই।
advertisement
4/6
সাধারণত সমতলে কোনও অ‍ঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হয় এবং স্বাভাবিকের থেকে তার পার্থক্য ন্যূনতম ৫ ডিগ্রি হয়, তাহলে আবহাওয়ার সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়।
সাধারণত সমতলে কোনও অ‍ঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হয় এবং স্বাভাবিকের থেকে তার পার্থক্য ন্যূনতম ৫ ডিগ্রি হয়, তাহলে আবহাওয়ার সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়।
advertisement
5/6
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই কলকাতা-সহ রাজ্যের অন্য অংশে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে ঠান্ডার ইনিংস চলবে।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই কলকাতা-সহ রাজ্যের অন্য অংশে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে ঠান্ডার ইনিংস চলবে।
advertisement
6/6
বাংলার ইতিহাসে শৈত্যপ্রবাহ এর আগেও হয়েছে৷ বিশেষ করে পাহাড়, রাঢ়বঙ্গের মানুষ এর সঙ্গে বহুল পরিচিত৷ এ বছর এখনও সম্ভাবনা দেখা না গেলেও মানসিক প্রস্তুতি থাকা ভাল৷
বাংলার ইতিহাসে শৈত্যপ্রবাহ এর আগেও হয়েছে৷ বিশেষ করে পাহাড়, রাঢ়বঙ্গের মানুষ এর সঙ্গে বহুল পরিচিত৷ এ বছর এখনও সম্ভাবনা দেখা না গেলেও মানসিক প্রস্তুতি থাকা ভাল৷
advertisement
advertisement
advertisement