Madhyamik: মাধ্য়মিক দিতে গিয়ে ছাত্রদের বেয়াদপি বরদাস্ত নয়, স্কুলকেই শাস্তি দেবে পর্ষদ

Last Updated:

সাধারণত পরীক্ষা শেষের দিন দেখা যায় বিভিন্ন স্কুলে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা:  মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করার পর পরীক্ষার্থীদের মনোভাব নিয়েও কড়া মনোভাব নিচ্ছে মধ্য়শিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় কোনও কারণে পরীক্ষার্থীরা স্কুল বা পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করলে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।
সাধারণত পরীক্ষা শেষের দিন দেখা যায় বিভিন্ন স্কুলে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আর এবার তা নিয়েও কড়া মনোভাব নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।যে স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটাবে, সেই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ করা হবে না।এই মর্মে বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন "আমরা বলছি, যদি কোনও স্কুলে এই ধরনের ঘটনা ঘটে, জিও ট্যাগ করে ভিডিও সহ লিখিত আকারে অভিযোগ দিতে হবে আমাদের কাছে।আমরা সেই স্কুলের ফলাফল প্রকাশ করব না।"
advertisement
অংশগ্রহণকারী স্কুল যতক্ষণ না পর্যন্ত সেই পরীক্ষা কেন্দ্রকে ক্ষতিপূরণের টাকা না দেবে এবং দুঃখ প্রকাশ না করবে, ততক্ষণ সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।তবে কতদিনের জন্য এই ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কোনও অবস্থান স্পষ্ট করেনি পর্ষদ।
advertisement
তবে এ বিষয় আরও একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও পর্ষদ সভাপতি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে প্রাথমিকের টেটের পর এবার মাধ্যমিক নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে প্রশ্নপত্রের সুরক্ষায় মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফেপক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik: মাধ্য়মিক দিতে গিয়ে ছাত্রদের বেয়াদপি বরদাস্ত নয়, স্কুলকেই শাস্তি দেবে পর্ষদ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement