Madhyamik: মাধ্য়মিক দিতে গিয়ে ছাত্রদের বেয়াদপি বরদাস্ত নয়, স্কুলকেই শাস্তি দেবে পর্ষদ
- Published by:Debamoy Ghosh
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সাধারণত পরীক্ষা শেষের দিন দেখা যায় বিভিন্ন স্কুলে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করার পর পরীক্ষার্থীদের মনোভাব নিয়েও কড়া মনোভাব নিচ্ছে মধ্য়শিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় কোনও কারণে পরীক্ষার্থীরা স্কুল বা পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করলে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।
সাধারণত পরীক্ষা শেষের দিন দেখা যায় বিভিন্ন স্কুলে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আর এবার তা নিয়েও কড়া মনোভাব নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।যে স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটাবে, সেই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ করা হবে না।এই মর্মে বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
advertisement
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন "আমরা বলছি, যদি কোনও স্কুলে এই ধরনের ঘটনা ঘটে, জিও ট্যাগ করে ভিডিও সহ লিখিত আকারে অভিযোগ দিতে হবে আমাদের কাছে।আমরা সেই স্কুলের ফলাফল প্রকাশ করব না।"
advertisement
আরও পড়ুন: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল
অংশগ্রহণকারী স্কুল যতক্ষণ না পর্যন্ত সেই পরীক্ষা কেন্দ্রকে ক্ষতিপূরণের টাকা না দেবে এবং দুঃখ প্রকাশ না করবে, ততক্ষণ সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।তবে কতদিনের জন্য এই ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কোনও অবস্থান স্পষ্ট করেনি পর্ষদ।
advertisement
তবে এ বিষয় আরও একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও পর্ষদ সভাপতি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে প্রাথমিকের টেটের পর এবার মাধ্যমিক নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে প্রশ্নপত্রের সুরক্ষায় মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফেপক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 2:44 PM IST