হলিউডে আলিয়া ! অন্তসত্ত্বা অবস্থাতেই একাধিক অ্য়াকশন সিনে অভিনেত্রী
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Alia Bhatt Unveils First Look As Keya : প্রকাশিত হল আলিয়ার প্রথম হলিউড ছবি "হার্ট অফ স্টোন"এর ফার্স্ট লুক
#মুম্বই: সম্প্রতি হলিউডে আত্মপ্রকাশ করেছেন আলিয়া ভাট ৷ শনিবার প্রকাশিত হল আলিয়ার প্রথম হলিউড ছবি "হার্ট অফ স্টোন"এর ফার্স্ট লুক ৷ নিজের ট্যুইটার হ্যন্ডেল থেকে এই ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে গাল গাদোত ও জেমি ডরমানকে ৷ ছবিটির পরিচালনা করেছেন টম হারপার ৷
ছবির বেশ কিছু দৃশ্য আগে থেকেই সাড়া ফেলেছিল নেটমাধ্যমে ৷ ছবিতে কেয়া নামের একটি চরিত্রে দেখা যাবে আলিয়াকে ৷ ছবিতে বেশ কিছু অ্যাকশন সিনেও রয়েছেন অভিনেত্রী ৷ ছবিটির শ্যুটিং এর সময়তেই আলিয়ার অন্তসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে ৷
The first look of Heart Of Stone and Keya!💗 Coming to @NetflixIndia in 2023🍿 #Tudum pic.twitter.com/8rpUO8ovaQ
— Alia Bhatt (@aliaa08) September 24, 2022
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রেগনেন্সির প্রথম পর্যায়তেই বেশ কিছু অ্যাকশন সিনের শ্যুট করেছিলেন আলিয়া ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া জানান , " আমি অন্তসত্ত্বা হওয়ায় অ্যাকশন সিনে শ্যুট করার সময় বাড়তি সতর্কতা নিয়েছিলাম৷" আগামী বছরই মুক্তি পাবে আলিয়ার হলিউডের প্রথম ছবি "হার্ট অফ স্টোন" ৷
advertisement
মাত্র ২৯ বছর বয়সেই বলিউডকে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন আলিয়া ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয় ও রণবীর কাপুর অভিনিত "ব্রহ্মাস্ত্র" পার্ট ওয়ান" ছবিটি ৷ মোট তিনটি অংশে মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত "ব্রহ্মাস্ত্র" ছবিটি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 4:15 PM IST