Durga Puja 2022 || বাড়ির শ্যুটেই বাজিমাত! পুজোর আগেই সাড়া ফেলল কোয়েলের সাবেকি সাজ

Last Updated:
Durga Puja 2022 : দুর্গাপুজোর যে আর বেশিদিন বাকি নেই সেকথা মনে করিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক
1/6
কোয়েল মল্লিকের বাড়ির পুজো। সাবেকিয়ানার সঙ্গে তারকাদের চাঁদের হাট বসে সেইখানে। কোয়েলকে পুজোর সময় সব সময় দেখা যায় নিজের বাড়িতে সময় কাটাতে।
কোয়েল মল্লিকের বাড়ির পুজো। সাবেকিয়ানার সঙ্গে তারকাদের চাঁদের হাট বসে সেইখানে। কোয়েলকে পুজোর সময় সব সময় দেখা যায় নিজের বাড়িতে সময় কাটাতে।
advertisement
2/6
'আর কিছুদিনের অপেক্ষা', ইনস্টাগ্রামে এই ক্যাপশন দিয়ে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পুজোর ছবি। পুজো আসতে আর এক সপ্তাহও বাকি নেই, তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে পুজো পুজো গন্ধ।
'আর কিছুদিনের অপেক্ষা', ইনস্টাগ্রামে এই ক্যাপশন দিয়ে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পুজোর ছবি। পুজো আসতে আর এক সপ্তাহও বাকি নেই, তবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে পুজো পুজো গন্ধ।
advertisement
3/6
গাঢ় লাল এমব্রয়ডারি করা ব্লাউজ এবং গরদের শাড়িতে কোয়েলকে একেবারেই মোহময়ী দেখাচ্ছে। সঙ্গে রয়েছে মোটা কাজল, লাল টিপ, লাল সিঁদুর, শাখা-পলা, সোনার গয়না, একেবারেই বাঙালি আটপৌরে মেজাজে নায়িকা। সবচেয়ে নজর কেড়েছে নাকের নথটি, নজর ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর থেকে।
গাঢ় লাল এমব্রয়ডারি করা ব্লাউজ এবং গরদের শাড়িতে কোয়েলকে একেবারেই মোহময়ী দেখাচ্ছে। সঙ্গে রয়েছে মোটা কাজল, লাল টিপ, লাল সিঁদুর, শাখা-পলা, সোনার গয়না, একেবারেই বাঙালি আটপৌরে মেজাজে নায়িকা। সবচেয়ে নজর কেড়েছে নাকের নথটি, নজর ফেরানো যাচ্ছে না অভিনেত্রীর থেকে।
advertisement
4/6
বনেদি বাড়ির দেওয়ালের রঙে মিশে গিয়েছে অভিনেত্রীর পোশাকের রং।  ফোটোশ্যুটের কমেন্টে প্রশংসার ঝর। তাঁর পোস্টে কমেন্ট করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান, লিখেছেন, 'U look Divine'। অর্থাৎ কোয়েলের এই বেশে যেন স্বর্গীয়...।
বনেদি বাড়ির দেওয়ালের রঙে মিশে গিয়েছে অভিনেত্রীর পোশাকের রং। ফোটোশ্যুটের কমেন্টে প্রশংসার ঝর। তাঁর পোস্টে কমেন্ট করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান, লিখেছেন, 'U look Divine'। অর্থাৎ কোয়েলের এই বেশে যেন স্বর্গীয়...।
advertisement
5/6
দুর্গাপুজোর যে আর বেশিদিন বাকি নেই সেকথা মনে করিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক। তিনি লিখেছেন, 'ক্যালেন্ডারের পাতায় লেখা তারিখের দিকে চোখ রেখেই চমকে যেতে হয়, আধীর আগ্রহে মায়ের আসার জন্য অপেক্ষা করি … আর কিছুদিনের অপেক্ষা…'।
দুর্গাপুজোর যে আর বেশিদিন বাকি নেই সেকথা মনে করিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক। তিনি লিখেছেন, 'ক্যালেন্ডারের পাতায় লেখা তারিখের দিকে চোখ রেখেই চমকে যেতে হয়, আধীর আগ্রহে মায়ের আসার জন্য অপেক্ষা করি … আর কিছুদিনের অপেক্ষা…'।
advertisement
6/6
আর এই সময়টা বাবা রঞ্জিত মল্লিক ও মায়ের সঙ্গে নিজের বাড়ির পুজোতেই কাটান কোয়েল। এ বছর তাঁর সঙ্গী ছেলেও। সেই সব কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল।
আর এই সময়টা বাবা রঞ্জিত মল্লিক ও মায়ের সঙ্গে নিজের বাড়ির পুজোতেই কাটান কোয়েল। এ বছর তাঁর সঙ্গী ছেলেও। সেই সব কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল।
advertisement
advertisement
advertisement