এক ফ্রেমে ঋতুপর্ণা ও ধোনি! ভাইরাল ছবি নিয়ে নেটপাড়ায় জোর জল্পনা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Dhoni was seen in Jaipur with Rituparna : একসঙ্গে ফ্রেমবন্দি দেখা গিয়েছে ঋতুপর্ণা ও মহেন্দ্র সিং ধোনিকে ৷
#কলকাতা: দুই তারকা, একজন ক্রিকেটে বাজিমাত করেছেন আরেকজন সিনেমার পর্দায় ৷ একসঙ্গে জয়পুরে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও মহেন্দ্র সিং ধোনিকে ৷ তবে, এই ভিন্ন মেরুর দুই তারকা হঠাৎ একসঙ্গেই বা কেন ? এই প্রশ্ন নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে নেট মহলে ৷
শনিবার , ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতেই একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে দুই তারকাকে ৷ সস্প্রতি জয়পুরের একটি ইভেন্টের ব্র্যান্ড প্রমোশনে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷

advertisement
একই ব্র্যন্ডের মুখ হলেন এই দুই তারকা ৷ তাই প্রমোশনে উপস্থিত ছিলেন দু'জনেই ৷ তাই জয়পুরেই একসঙ্গে ফ্রেমবন্দি দেখা গিয়েছে ঋতুপর্ণা ও মহেন্দ্র সিং ধোনিকে ৷
advertisement
ছবিতে এক ঝলমলে লাল সাবেকি পোশাকে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ অন্যদিকে নীল টি-শার্টের ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে ধোনিকে ৷ একে অপরের সঙ্গে কথা বলার একটি মুহূর্তের ছবিই ঋতুপর্ণা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনিত ছবি " প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা" ৷ ছবিটির পরিচালনা করছেন সম্রাট শর্মা ৷ শুক্রবার ছবিটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 1:27 PM IST