Alia Bhatt: স্বজনহারা আলিয়া ভাট! নিজের 'হিরো'কে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন বলি নায়িকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt: নিজের সবচেয়ে কাছের মানুষ দাদু নরেন্দ্র রাজদানকে হারালেন আলিয়া৷ ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন সোনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদান৷ রাজদান ও ভাট পরিবারে শোকের ছায়া পড়েছে৷
মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না আলিয়া ভাটের৷ বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আলিয়া ভাট৷ নিজের সবচেয়ে কাছের মানুষ দাদু নরেন্দ্র রাজদানকে হারালেন আলিয়া৷ ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন সোনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদান৷ রাজদান ও ভাট পরিবারে শোকের ছায়া পড়েছে৷
আলিয়া ভাটের দাদুর মৃত্যুতে বড্ড ভেঙে পড়েছেন নায়িকা৷ দাদুকে হারিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করেছেন আলিয়া৷ অভিনেত্রী লিখেছেন- আমার হিরো আমার দাদু৷ ৯৩ বছর বয়সেও তিনি গলফ খেলেছেন৷ এমনকী কাজও করেছেন৷ আমাকে দারুণ গল্প শোনাতেন, ভায়োলিন বাজাতেন, অমলেটটাও দারুণ বানাতেন৷ রাহার সঙ্গে খেলা করতেন৷ ক্রিকেট, আঁকা এই সবকিছুই দারুণ পছন্দ ছিল তাঁর৷ আর সবচাইতে বড় কথা হল, শেষ দিন পর্যন্ত পরিবারকে আগলে রেখেছিলেন৷ নিজের জীবনকে বড্ড বেশি ভালবাসতেন৷ আমার খুব কষ্ট হচ্ছে তবুও আনন্দে রয়েছি কারণ আমার দাদু সবসময় যে কাজগুলি করেছেন সেগুলি আমার আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ যে ওঁনার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে৷ ওঁনার ছত্রছায়ায় যে বড় হয়েছি এটাও বিশাল ব্যাপার৷ আবার যতদিন না দেখা হচ্ছে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-সর্বনাশ হয়ে গেল পরীমণির! অন্য মহিলার সঙ্গে স্বামীর গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড়! এবার কী হবে?
ভাট পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরেই শরীরটা ভাল ছিল না সোনি রাজদানের বাবার৷ তারপরই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলিয়ার দাদুকে৷ ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি৷ শরীরের অবস্থা দেখেই আইসিইউ-তে রাখা হয়েছিল আলিয়ার দাদুকে৷ অভিনেত্রীর দাদু নরেন্দ্র রাজদানের বয়স বর্তমানে ৯৪ বছর৷ আরও জানা যায়, অ্যাওয়ার্ড শো-তে অংশগ্রহণ করতে বিমানবন্দের পৌঁছে গিয়ে সেখান থেকে ফিরে আসেন আলিয়া৷ একাধিক সাক্ষাৎকারেও আলিয়ার মুখে তার দাদুর কথা শোনা গেছে৷
advertisement
সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে অংশগ্রহণ করতে বিদেশে যাওয়ার কথা ছিল আলিয়া ভাটের৷ কিন্তু দাদুর শরীর খারাপ থাকায় এবং পরিবারের কথা ভেবে বিদেশ সফর বাতিল করলেন নায়িকা৷ কাজের পাশাপাশি পরিবারের প্রতিও সমান দায়িত্ব রয়েছে রাহার মাম্মার৷ সেই কারণেই পরিবারের পাশে থাকতে বিদেশ যান নি৷ দাদুকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন আলিয়া ভাট৷ প্রিয়জনের এই দুঃসময়ে আপাতত পরিবারের পাশেই রয়েছেন আলিয়া ভাট৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 11:16 AM IST










