Viral: অক্ষয় বনাম রোহিত হাতাহাতি, ভাইরাল ভিডিও-র পিছনের আসল সত্যিটা কী...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'সূর্যবংশী' গত বছর দিওয়ালিতে মুক্তি পেয়েছিল।
#নয়াদিল্লি: অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'সূর্যবংশী' গত বছর দিওয়ালিতে মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে অসাধারণ কালেকশন করেছিল। এই ছবিতে অক্ষয় কুমারকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। 'সূর্যবংশী' পরিচালনা করেছিলেন রোহিত শেঠি। দর্শকরা এই ছবিতে ভরপুর অ্যাকশন দেখে আনন্দ উঠিয়েছিলেন।
দর্শকরা ছবিটি দারুণ পছন্দ করেছিল, তবে জানেন কি যে এই ছবির শুটিংয়ের সময় অনস্ক্রিন অ্যাকশনের পাশাপাশি অফস্ক্রিন অ্যাকশনও হয়েছিল। সেটে ছবির পরিচালক রোহিত শেঠি ও অক্ষয় কুমারের মধ্যে হাতাহাতি হয়। আসলে, অক্ষয় কুমারের শেয়ার করা একটি খুব পুরনো ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে অক্ষয় কুমার এবং রোহিত শেঠিকে মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতে, অক্ষয়ের সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফকে তার ফোন থেকে একটি খবর পড়তে দেখা যাচ্ছে এবং তিনি তাঁর ফোনটি সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অক্ষয় এবং রোহিত শেট্টির মধ্যে ঝগড়া হয়।
advertisement
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
#BreakingNews - A fallout which might just make your day 🙃 pic.twitter.com/gH2jgTQqhT
— Akshay Kumar (@akshaykumar) November 12, 2019
advertisement
এই ভিডিওটি ট্যুইট করে খিলাড়ি অক্ষয় কুমার লিখেছেন, '‘একটি মারামারি যা আপনার দিন তৈরি করে দিতে পারে।'’ এই ভিডিওটি তাঁর ফ্যানদের দারুণ পছন্দ হয়েছে তাতে তাঁরা জমিয়ে কমেন্টও করছেন৷
'সূর্যবংশী' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল 'সিংহম' ও 'সিম্বা'কে
'সূর্যবংশী' প্রযোজনা করেছিলেন করণ জোহর এবং রোহিত শেঠি। 'সিম্বা' এবং 'সিংহম'ও এই ছবিতে কাঁপাকাঁপি পারফরম্যান্স দিয়েছিলেন। 'সিম্বা' এবং 'সিংহম' দুটি সিনেমাই রোহিত শেঠি পরিচালনা করেছিলেন৷ রণবীর সিং, অজয় দেবগন এবং অক্ষয় কুমার একসঙ্গে বড় পর্দায় দারুণ দাপুটে পারফরম্যান্স করেছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 7:39 PM IST