Akshay Kumar on his flop films: একশো শতাংশ আমার দোষ! ফ্লপ ছবির দায়ভার নিলেন অক্ষয়, দর্শকদের দোষ না দেওয়ার বার্তা

Last Updated:

Akshay Kumar on his flop films: অক্ষয় মনে করেন, সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। সেই বদলে যাওয়া রুচির সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হবে অভিনেতাকে। নিজেকে ভেঙে ফের নতুন করে গড়ে তুলতে হবে।

একটানা ব্যর্থ ছবি নিয়ে মুখ খুললেন অক্ষয়
একটানা ব্যর্থ ছবি নিয়ে মুখ খুললেন অক্ষয়
মুম্বই: ভুলটা ঠিক কোথায় হচ্ছে? ছবি বাছাই নাকি অন্য কোনও দিক, গলদটা ঠিক কোথায়? বক্স অফিসে 'সেলফি' মুখ থুবড়ে পড়তেই এমন সব প্রশ্ন ঘিরে ধরেছে অক্ষয় কুমার। ২০২২-এ মুক্তিপ্রাপ্ত অক্ষয়ের সব কটি ছবিই ব্যবসার নিরিখে ব্যর্থ। মনে করা হয়েছিল, নতুন বছরে অভিনেতাকে আশার আলো দেখাবে রাজ মেহতা পরিচালিত রোম্যান্টিক কমেডিটি। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব আর মিলল কোথায়! অক্ষয়ের শেষ সফল ছবি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'।
একের পর এক ফ্লপ ছবি। লাগাতার ব্যর্থতা কতটা ভাবাচ্ছে অক্ষয়কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, "এটা আমার সঙ্গে প্রথম বার হচ্ছে না। আমার কেরিয়ারে এক সময়ে টানা ১৬টি ফ্লপ ছবি দিয়েছিলাম। একটা সময় ছিল যখন পরপর আমার আটটি ছবি চলেনি। তোমার ছবি না চললে দোষটা তোমারই।"
advertisement
advertisement
অক্ষয় মনে করেন, সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। সেই বদলে যাওয়া রুচির সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হবে অভিনেতাকে। নিজেকে ভেঙে ফের নতুন করে গড়ে তুলতে হবে। দর্শক যা দেখতে চায়, পর্দায় ঠিক তা নিয়েই হাজির হতে হবে।
advertisement
ছবির ব্যর্থতার দায়ভার যাতে দর্শকের কাঁধে চাপিয়ে না দেওয়া হয়, সে কথাও বলেছেন অক্ষয়। তাঁর কথায়, "দর্শক বা অন্য কাউকে দোষ দেবেন না। এটা একশো শতাংশ আমার দোষ। ছবি চলা বা না-চলা দর্শকের উপর নির্ভর করে না। সেটা ছবি বাছাইয়ের গলদ। হয়তো ছবিতে সঠিক উপাদানগুলি দিতে আমরা ব্যর্থ হয়েছি।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar on his flop films: একশো শতাংশ আমার দোষ! ফ্লপ ছবির দায়ভার নিলেন অক্ষয়, দর্শকদের দোষ না দেওয়ার বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement