Akanksha Dubey Death: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Akanksha Dubey Death: মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। রবিবার সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন।
বেনারস: ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। বেনারসের সারনাথ হোটেলে ঝুলন্ত দেহ মিলেছে ২৫ বছরের নায়িকার। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই নায়িকার সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি শুরু। চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে সেখান থেকে।
প্রথমত, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লাইভে এসেছিলেন আকাঙ্ক্ষা। সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন। নেটিজেনদের শেয়ার করা ভিডিওয়ে দেখা গিয়েছে, মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন নায়িকা।
advertisement
দ্বিতীয়ত মৃত্যুর ঠিক ১৭ ঘণ্টা আগে আরও একটি রিল ভিডিও বানিয়েছিলেন তিনি। সেটিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে সম্পূর্ণ ভিন্ন অভিব্যক্তি দেখা গিয়েছে আকাঙ্ক্ষার। কালো রঙের অপ শোল্ডার টপ আর নীল জিনস পরে বেলি ডান্স করছেন তিনি। নেপথ্যে চলছে, ভোজপুরী গান ‘হিলোর মারে’। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি ডান্স করেন আকাঙ্ক্ষা।রিলের মন্তব্য বাক্স ভরে গিয়েছে শোকবার্তায়। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘ভোজপুরী ক্যুইন, মিস করব আপনাকে’, কেউ প্রশ্ন করেন, ‘আপনি এমন কেন করলেন ম্যাডাম?’
advertisement
advertisement
মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। রবিবার সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, আকাঙ্ক্ষা গলায় দড়ি দিয়েছেন।
advertisement
সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 6:29 PM IST