হোম /খবর /বিনোদন /
কাজলের সঙ্গে বহু মতের অমিল! সংসারে কি আদৌ সুখী তিনি? মুখ খুললেন অজয়

Ajay Devgn-Kajol : কাজলের সঙ্গে বহু মতের অমিল! সংসারে কি আদৌ সুখী তিনি? মুখ খুললেন অজয়

কাজলের সঙ্গে বহু মতের অমিল! সংসারে কি আদৌ সুখী তিনি?

কাজলের সঙ্গে বহু মতের অমিল! সংসারে কি আদৌ সুখী তিনি?

Ajay Devgn-Kajol : সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয়কে জিজ্ঞাসা করা হয়, দীর্ঘদিন ধরে সম্পর্ককে অটুট কীভাবে রাখলেন?

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ১৯৯৫ সালে হালচাল ছবির শ্যুটিং এর সময় থেকে কাজলের সঙ্গে প্রেম। তার পরে ১৯৯৯ সালে চার হাত করেছিলেন অজয় দেবগণ ও কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয়কে জিজ্ঞাসা করা হয়, দীর্ঘদিন ধরে সম্পর্ককে অটুট কীভাবে রাখলেন? তখনই তিনি জানান, সম্পর্ক দীর্ঘদিনের হলেও তাতে ওঠাপড়া লেগেই ছিল।

অজয় সাক্ষাৎকারে বলছেন, "খুব ভাল ভাবেই সম্পর্ক টিকছে। সব বিয়েতেই ওঠাপড়া লেগে থাকে। বিভিন্ন বিষয়ে মতের অমিল হয়েছে। কিন্তু সেটা মানিয়ে নিতে হবে। কারণ সবাই এক রকম ভাবতে পারে না। আমাদের অনেকটা ঘিরে রয়েছে বাচ্চারা। তাছাড়া এমনিতেও দুটো মানুষের ভাবনা চিন্তায় পার্থক্য থাকবেই। আমরা আলোচনা করি, কোনটা ঠিক কোনটা ভুল এসব নিয়ে। এভাবেই হয়।"

অজয় আরও বলছেন সম্পর্ক নিয়ে, "অন্যদিকের মানুষটার মতামতও বোঝা উচিত। নিজের মনকেও পরিষ্কার রাখা দরকার। যখন বুঝছো, কিছু ভুল হচ্ছে তখন শুধু ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করো। তাহলেই সম্পর্ক টিকবে। ইগো ধরে রাখলে সম্পর্ক এগোবে না।"

আরও পড়ুন- হিন্দিই কি দেশের রাষ্ট্রভাষা? দক্ষিণী অভিনেতার সঙ্গে তুমুল তর্ক অজয় দেবগণের

সম্পর্কে তিনি কতটা কেয়ারিং ও দায়িত্বশীল, জিজ্ঞাসা করা হলে অজয় বলেন, "আমি খুবই কেয়ার করি মানুষের। কিন্তু সেটা প্রকাশ করি অন্য ভাবে। ভালবাসা আসলে দায়িত্ব, সচেতনতা, ইত্যাদিতে বদলে যায় যেগুলি ভালবাসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুধু ভালবাসা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।"

প্রসঙ্গত, গুন্ডারাজ, ইশক, দিল কেয়া করে, রাজু চাচা, পেয়ার তো হোনা হি থা এবং বছর দুই আগে মুক্তিপ্রাপ্ত তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে বিয়ে করেন কাজল ও অজয়। এখন তাঁরা দুই সন্তান নাইসা ও যুগ-এর বাবা-মা।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Ajay Devgn, Kajol