Ajay Devagn: হিন্দিই কি দেশের রাষ্ট্রভাষা? দক্ষিণী অভিনেতার সঙ্গে তুমুল তর্ক অজয় দেবগণের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ajay Devgn: টুইট যুদ্ধ বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কন্নড় অভিনেতা কিচ্ছা সুদীপের মধ্যে। তরজার বিষয় হল, হিন্দি ভাষা।
#মুম্বই: টুইট যুদ্ধ বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কন্নড় অভিনেতা কিচ্ছা সুদীপের মধ্যে। তরজার বিষয় হল, হিন্দি ভাষা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। সম্প্রতি এক সাক্ষাৎকারে কন্নড় অভিনেতা মন্তব্য করেন, "হিন্দি আর এখন রাষ্ট্রীয় ভাষা নয়।" এখানেই সমস্যার সূত্রপাত।
ঘটনা নিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। অজয়ের পক্ষে। কেউ আবার কিচ্ছা সুদীপের সমর্থনে। কিচ্ছার মন্ত্যবের পরিপ্রেক্ষিতে হিন্দিতে লিখে অজয় জানান, তিনি এই মন্তব্যকে সমর্থন করছেন না।
সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'KGF Chapter 2' প্রসঙ্গে সুদীপ বলেন, "সবাই বলে কন্নড় ছবিটি প্যান ইন্ডিয়ার জন্য তৈরি হয়েছে। তবে একটা ভুল শুধরে দিতে চাই। হিন্দি আর এখন রাষ্ট্রীয় ভাষা নয়।" এখানেই শেষ নয়,সুদীপ বলেন যে বলিউডও বেশ কিছু প্যান ইন্ডিয়ার ছবি তৈরি করে যা তেলুগু ও তামিলেও মুক্তি পায়। কিন্তু তাও এত সাফল্য পায় না। সুদীপের কথায়, "আমরা এমন ছবি বানাচ্ছি যা সর্বত্র ভাল করছে।"
advertisement
advertisement
এর পরেই কন্নড় অভিনেতাকে একহাত নিয়ে অজয় লেখেন, "কিচ্ছা সুদীপ, ভাই আমার, তোমার মতে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। তাহলে নিজের মাতৃভাষার ছবি কেন হিন্দিতে ডাব করো? হিন্দি সব সময়ে আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রীয় ভাষা ছিল এবং থাকবে। জন গণ মন।"
Hello @ajaydevgn sir.. the context to why i said tat line is entirely different to the way I guess it has reached you. Probably wil emphasis on why the statement was made when I see you in person. It wasn't to hurt,Provoke or to start any debate. Why would I sir 😁 https://t.co/w1jIugFid6
— Kichcha Sudeepa (@KicchaSudeep) April 27, 2022
advertisement
এর পরে সুদীপ লেখেন, তিনি অন্য প্রসঙ্গে কথাটি বলেছিলেন। তাঁর কথায় কাউকে আঘাত করতে বা কোনও তর্কের খাতিরে তিনি এই মন্তব্য করেননি। দেশের প্রত্যেকটি ভাষাকেই তিনি শ্রদ্ধা করেন বলে জানান। পাশাপাশি অজয় দেবগণের সঙ্গে শীঘ্র দেখাও করতে চান সুদীপ।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণী ছবি RRR ও KGF Chapter 2 মুক্তি পেয়েছে। ছবিগুলি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এবং তুমুল সাফল্য পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 10:50 PM IST









