হোম /খবর /বিনোদন /
মহিলা ভক্তের কাছে হেনস্থার শিকার, জোর করে চুম্বনের চেষ্টা! সরিয়ে দিলেন আদিত্য

Aditya Roy Kapur Harassed: মহিলা ভক্তের কাছে হেনস্থার শিকার, জোর করে চুম্বনের চেষ্টা! সরিয়ে দিলেন আদিত্য, রইল ভিডিও

আদিত্য রয় কাপুর

আদিত্য রয় কাপুর

Aditya Roy Kapur Harassed: অভিনেতাকে হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত করা হল মহিলাকে। চারদিকে ছি ছি পড়ে গিয়েছে। ঠিক কী ঘটেছিল? কী দেখা যাচ্ছে ভিডিওয়ে?

  • Share this:

মুম্বই: অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হলেন আদিত্য রয় কাপুর। ভক্তদের মাঝে এক অনুরাগীর জন্য অসুবিধায় পড়লেন বলি তারকা। জোর করে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন এক মহিলা। হাত ছাড়িয়ে সরিয়ে দিতে বাধ্য হলেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের কোপে পড়লেন সেই মহিলা।

অভিনেতাকে হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত করা হল মহিলাকে। চারদিকে ছি ছি পড়ে গিয়েছে। ঠিক কী ঘটেছিল? কী দেখা যাচ্ছে ভিডিওয়ে?

আরও পড়ুন: স্ত্রী হিসেবে স্বীকৃতি পাননি, তবু শাকিবের দুর্ঘটনার পর ছেলে কোলে ‘জন্নত’-এ ছুটলেন বুবলি

আরও পড়ুন: আচমকা মেয়ে রাহার ছবি পোস্ট করে বসলেন আলিয়া? ছোট্ট শিশুর ছবি দেখে হইচই নেটপাড়ায়!

তাঁর আগামী ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর স্ক্রিনিং থেকে ফিরছিলেন বলে মনে করা হচ্ছে। তখনই কয়েক জন ভক্তের মুখোমুখি হন নায়ক। সবাই হাত মিলিয়ে, ছবি তোলার জন্য জড়ো হয়ে যান। হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন তিনি।

View this post on Instagram

A post shared by @varindertchawla

আচমকা এক মহিলা তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন। ততক্ষণও ঠিক ছিল। কিন্তু হঠাৎ আদিত্যর গলা জড়িয়ে চুমু খেতে যান সেই মহিলা। এবং বলতে থাকেন, ‘একটা চুমু খান।’ নিজের গলা থেকে হাত ছাড়িয়ে দেন আদিত্য। তার পরেও চেষ্টা করতে থাকেন উদ্দেশ্য সফল করার। তার পর ব্যর্থ হয়ে নায়কের হাতে চুম্বন করেন ভক্ত। হাসিমুখে হাত ছাড়িয়ে েনন আদিত্য। তবে হাসির আড়ালে যে প্রবল অস্বস্তি ছিল, তা স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়।

নেটিজেনদের কাছে এই ভিডিও পৌঁছতেই সবাই নড়েচড়ে বসেন। কেউ লেখেন, ‘এ তো হেনস্থা করা হচ্ছে ওঁকে! একদম ঠিক নয়।’ কেউ লিখলেন, ‘উনি ছবি তুলতে দিচ্ছেন মানেই এরকম করা যায়, তা নয়। একদম উচিত হয়নি ওই মহিলার।’

Published by:Teesta Barman
First published:

Tags: Aditya Roy Kapur