Shakib khan-Shobnom Bubly: স্ত্রী হিসেবে স্বীকৃতি পাননি, তবু শাকিবের দুর্ঘটনার পর ছেলে কোলে ‘জন্নত’-এ ছুটলেন বুবলি

Last Updated:
Shakib khan-Shobnom Bubly: শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের সন্তান নিয়ে বিতর্ক নেহাত কম হয়নি। তাও শাকিবের অসুস্থতার খবর পেয়ে নিজেকে আটকে রাখতে পারলেন না বুবলি।
1/6
স্ত্রী হিসেবে স্বীকৃতি পাননি স্বামীর কাছ থেকে। তাও স্বামীর পূবাইলের শ্যুটিং বাড়িতেই ছুটে গেলেন ছেলেকে কোলে নিয়ে। সেখানেই ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন ওপার বাংলার অভিনেত্রী শবনম বুবলি। অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের সন্তান নিয়ে বিতর্ক নেহাত কম হয়নি। তাও শাকিবের অসুস্থতার খবর পেয়ে নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি।
স্ত্রী হিসেবে স্বীকৃতি পাননি স্বামীর কাছ থেকে। তাও স্বামীর পূবাইলের শ্যুটিং বাড়িতেই ছুটে গেলেন ছেলেকে কোলে নিয়ে। সেখানেই ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন ওপার বাংলার অভিনেত্রী শবনম বুবলি। অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের সন্তান নিয়ে বিতর্ক নেহাত কম হয়নি। তাও শাকিবের অসুস্থতার খবর পেয়ে নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি।
advertisement
2/6
গত মঙ্গলবার শাকিব ও তাঁর ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে চারটি ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
গত মঙ্গলবার শাকিব ও তাঁর ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে চারটি ছবি ফেসবুকে পোস্ট করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
advertisement
3/6
অন্য দিকে ‘আগুন’ ছবির বাকি অংশের শ্যুট চলছিল ঢাকার আফতাবনগরে। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময়ই আহত হন শাকিব। এর পরেও আহত অবস্থায় কিছু ক্ষণ শ্যুট করেন অভিনেতা। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর এক্স-রে করানো হয়। কাজ করতে গিয়ে শাকিবের পা মচকে যায়। ছবির ইউনিট সূত্রে খবর, মারপিটের দৃশ্যের পর অন্য একটি দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। মরচে ধরা জাম্প স্প্রিংয়ে লাফ দিতে গিয়ে শাকিব চোট পান।
অন্য দিকে ‘আগুন’ ছবির বাকি অংশের শ্যুট চলছিল ঢাকার আফতাবনগরে। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময়ই আহত হন শাকিব। এর পরেও আহত অবস্থায় কিছু ক্ষণ শ্যুট করেন অভিনেতা। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর এক্স-রে করানো হয়। কাজ করতে গিয়ে শাকিবের পা মচকে যায়। ছবির ইউনিট সূত্রে খবর, মারপিটের দৃশ্যের পর অন্য একটি দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। মরচে ধরা জাম্প স্প্রিংয়ে লাফ দিতে গিয়ে শাকিব চোট পান।
advertisement
4/6
গত ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথম তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করেন হঠাৎই। তার পর ৩০ সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেন। জানা যায়, সেই ছেলে শাকিবেরই। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খানের জন্ম হয়েছিল। যৌথ বিবৃতি দিয়ে শাকিব-বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। কিন্তু সেই বুবলির সঙ্গেও শাকিবের সম্পর্কের তাল কেটেছে।
গত ২৭ সেপ্টেম্বর বুবলি প্রথম তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করেন হঠাৎই। তার পর ৩০ সেপ্টেম্বর নিজের ছেলের ছবি প্রকাশ করেন। জানা যায়, সেই ছেলে শাকিবেরই। আড়াই বছর আগে তাঁদের পুত্রসন্তান শেহজাদ খানের জন্ম হয়েছিল। যৌথ বিবৃতি দিয়ে শাকিব-বুবলি জানান, ২০২০ সালেই শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি। কিন্তু সেই বুবলির সঙ্গেও শাকিবের সম্পর্কের তাল কেটেছে।
advertisement
5/6
শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি ফেসবুক লাইভে এসে জানান, ‘‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সাহায্য নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার দায়িত্ব। আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অঙ্কের খরচ হয়েছে। তখন শাকিব মাত্র ১৫ হাজার ডলারের মতো সাহায্য করেছিলেন।’’
শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি ফেসবুক লাইভে এসে জানান, ‘‘অনেকে বলে থাকেন, আমি নাকি শাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সাহায্য নিই। এই কথাটাও সম্পূর্ণ ভুল। স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার দায়িত্ব। আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অঙ্কের খরচ হয়েছে। তখন শাকিব মাত্র ১৫ হাজার ডলারের মতো সাহায্য করেছিলেন।’’
advertisement
6/6
অন্য দিকে অভিনেতা শাকিব বলেছিলেন ‘‘কেউই বিচ্ছেদের পথে হাঁটবে ভেবে সম্পর্কে যায় না। অপু এবং বুবলি, দু'জনেই আমার সন্তানদের মা। কিন্তু ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’’  সন্তানদের মায়েদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলেদের দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়েছিলেন। তাঁদের বড় করা, তাঁদের পড়াশোনার খরচ তিনি বহন করবেন। কিন্তু বুবলি দাবি করেন, শাকিব দায়িত্ব নেননি।
অন্য দিকে অভিনেতা শাকিব বলেছিলেন ‘‘কেউই বিচ্ছেদের পথে হাঁটবে ভেবে সম্পর্কে যায় না। অপু এবং বুবলি, দু'জনেই আমার সন্তানদের মা। কিন্তু ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’’ সন্তানদের মায়েদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলেদের দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়েছিলেন। তাঁদের বড় করা, তাঁদের পড়াশোনার খরচ তিনি বহন করবেন। কিন্তু বুবলি দাবি করেন, শাকিব দায়িত্ব নেননি।
advertisement
advertisement
advertisement