মুম্বই : প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অধুনা ভবানী (Adhuna Bhabani)৷ ক্ষোভের নিশানায় অবশ্য তাঁর প্রাক্তন স্বামী ফরহান আখতার (Farhan Akhtar) বা তাঁর নববিবাহিতা স্ত্রী শিবানী দাণ্ডেকর (Shibani Dandekar) কেউ নেই৷ অধুনা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ট্রোলারদের৷ ইনস্টাগ্রামে অধুনা বার্তা দিয়েছেন যে যাঁরা সেখানে নেগেটিভিটি ছড়াবেন, তাঁদের তিনি ব্লক করে দেবেন৷
অধুনা লিখেছেন, ‘‘মাথা তুলুন ট্রোলাররা৷ এখানে যাঁদের পজিটিভ কিছু দেওয়ার নেই তাঁদের আমি ব্লক করে দেব৷’’ তাঁর বক্তব্য সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন প্রীতি জিন্টা৷ নন্দিতা মহতানি এবং মনীষা কৈরালাও হৃদয় ইমোজি দিয়েছেন মন্তব্য বাক্সে৷
আরও পড়ুন : ‘শব চরিত্র’-র রহস্য ঘিরে আবর্তিত সব চরিত্র, এই প্রথম ওয়েব সিরিজে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী
২০১৭ সালে যুগ্মভাবে বিচ্ছেদের কথা জানান ফরহান ও অধুনা৷ তবে তাঁদের সম্পর্কে এখনও সবথেকে বেশি গুরুত্ব পান দুই কন্যা৷ বলিউডের নামী হেয়ারস্টাইলিস্ট অধুনার নিজস্ব প্রোডাক্ট, সালঁ এবং হেয়ারস্টাইলিং ইনস্টিটিউট আছে৷ তিন বছরের প্রেমপর্বের পর ২০০০ সালে বিয়ে করেন ফরহান ও অধুনা ভবানী৷ ১৭ বছর পর ভেঙে যায় তাঁদের দীর্ঘ দাম্পত্য৷ তবে জানিয়েছিলেন তাঁরা মেয়েদের বড় করে তুলবেন সবথেকে বেশি গুরুত্ব নিয়ে৷ সে কথা তাঁরা রেখেছেন৷ আকিরা ও শাক্যর দায়িত্ববান বাবা মা হিসেবে ফরহান ও অধুনা মাঝে মাঝেই একসঙ্গে দুই মেয়ের সঙ্গে সময় কাটান৷ নিজেদে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেননি ফরহান ও অধুনা৷
আরও পড়ুন : সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?
আরও পড়ুন : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা
ফরহানের সঙ্গে বিচ্ছেদের পর অধুনা প্রেমে পড়েন নিকোল মোরিয়া-র৷ ঘটনাচক্রে বলিউডের অভিনেতা দিনো মোরিয়ার ভাই হলেন নিকোল৷ ২০১৯-এ নিকোলের সঙ্গে তাঁর সম্পর্কের স্বীকৃতি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অধুনা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।