Web Series: ‘শব চরিত্র’-র রহস্য ঘিরে আবর্তিত সব চরিত্র, এই প্রথম ওয়েব সিরিজে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Web Series: এটা কি বিশেষ কোন ক্ষমতা অবিনাশের? নাকি এর পেছনে আছে অন্য রহস্য ?সেই সত্য উদঘাটন করবে ওয়েব সিরিজ 'শব চরিত্র'
কলকাতা : শহরে প্রিমিয়ার হল নতুন ওয়েব সিরিজ 'শব চরিত্র'-র (Web Series Shab Chraitra)। পরিচালক দেবাশিস সেন শর্মা ওয়েব সিরিজে থ্রিলারকে এক অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছেন। অনির্বাণ চক্রবর্তী এই ছবির প্রধান চরিত্র অবিনাশের ভূমিকায় অভিনয় করেছেন ।প্রথমবার অভিনয় জগতে পা রাখা ইমন চক্রবর্তীকে দেখা যাবে সাইকিয়াট্রিস্টের ভূমিকায়। শুটিংয়ের প্রথম দিন থেকে এই সিরিজ নিয়ে উচ্ছ্বসিত গায়িকা।
ওয়েব সিরিজের গল্পে ঘরের অত্যন্ত সাধারণ আটপৌরে বউ ছেলের সংসার আর বিবাহিত প্রেমিকার নিষিদ্ধ প্রণয়েই অবিনাশের রুটিন জীবন। সেই জীবনই হঠাৎ যেন হয়ে ওঠে জমজমাট থ্রিলার । ঘনিয়ে আসে বেশ কয়েকটা মৃত্যু যা আগে থেকেই আঁচ করতে পেরেছিল অবিনাশ। এটা কি বিশেষ কোনও ক্ষমতা অবিনাশের? নাকি এর পেছনে আছে অন্য রহস্য ?সেই সত্য উদঘাটন করবে ওয়েব সিরিজ 'শব চরিত্র' ।
advertisement

advertisement
আরও পড়ুন : বিয়ের পর যেন আরও সুন্দরী হয়েছেন! জেনে নিন সদ্যবিবাহিতা মৌনীর রূপের রহস্য
সম্প্রতি নন্দন-এ আয়োজন করা হয় 'শব চরিত্র'র প্রিমিয়ারের। হাজির ছিলেন ছবির পরিচালক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা। ইমন বললেন, "প্রথমত এই সিরিজে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। সাইকিয়াট্রিস্টের চরিত্রে দেখা যাবে আমাকে। খুব মজা করে আনন্দের সঙ্গে কাজটা করেছি। গোটা সিরিজ দেখতে পেরে আমি সত্যিই খুব আপ্লুত। খুবই ভাল ,খুবই সুন্দর ভাবে বানানো এই সিরিজ।’’
advertisement

আরও পড়ুন : কাঁথা স্টিচের শাড়ির সঙ্গে বড় লাল টিপ, ঋতুরাজ বসন্তের সমাগমে চিরকালীন বাঙালি সাজে ধরা দিলেন ঋতু, দেখুন ছবি
অন্যদিকে অনির্বাণ জানান ‘‘একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছি । থ্রিলারকে অন্যভাবে ট্রিটমেন্ট দিয়েছেন পরিচালক দেবাশিস ।নিজের কাজ কেমন হয়েছে সেটা বড় পর্দায় আজ দেখতে পাওয়ার সুযোগ হল ।খুবই ভাল লাগছে৷’’
advertisement

ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে যুধাজিৎ সরকার ,অঙ্কিতা মাঝি, পরান বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর এবং পায়েল রায়কে। ক্লিকে দেখা যাবে এই ওয়েব সিরিজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 10:38 PM IST