কলকাতারই এক নামজাদা ক্যাফেতে চলতি মাসেই হয়ে গেল অনুরাধা চট্টোপাধ্যায়ের প্রদর্শনী 'ক্যালকাটা লাইফস্কেপ' ।বহুদিন পরে স্বমহিমায় দেখা গেল ঋতুকে। সেই চেনা কাঁথা স্টিচের শাড়ির সঙ্গে মানানসই বড় লাল টিপ, হাতে চুড়ি, আগাগোড়া বাঙালি সাজে বন্ধুর প্রদর্শনী দেখতে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ জানালেন, "অনুরাধা আমার খুবই কাছের। অনেকদিনের বন্ধু ।পরিবারের সদস্য বলা যেতে পারে। ওর এক্সিবিশনে আসব না, তাই হয় নাকি! কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে। তাই জীবনের মূল্যবান জিনিসগুলোকে আরও একটু বেশি প্রাধান্য দিতে শিখেছি ।
‘‘কোভিডের কারণে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বেড়েছে। যাতায়াত কমেছে ।ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হচ্ছে, ঠিক সেই সময় এই মন ভাল করা ক্যালকাটা লাইফস্কেপ সত্যিই এক দারুণ অনুভূতি। কলকাতার বিভিন্ন রাস্তাঘাট ,কলকাতার মানুষ উঠে এসেছে অনুরাধার লেন্সে। সবকিছুই যেন মন ভাল করে দেওয়ার মতো ।যাঁরা কোথাও আত্মীয়-স্বজনদের বাড়িতে যেতে পারছেন না, তাঁরা এইরকম গ্যালারিতে একবার এসে খানিকটা সময় কাটালে মন ভাল করার জন্য যথেষ্ট। " বললেন ঋতুপর্ণা৷