Sandipta Sen-Soumya Mukherjee: কাল বিয়ে, সন্দীপ্তার জন্য স্টেজে গান গাইলেন হবু স্বামী সৌম্য! সামনে এল ভিডিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sandipta Sen-Soumya Mukherjee wedding on 7th December: সন্দীপ্তা খুবই ভাল নাচেন৷ ফলে নিজের সঙ্গীতে তাঁর পারফরমেন্স ছিল নজরকাড়া৷ তবে শুধু তিনিই মন কাড়েননি৷ সকলকে অবাক করেছেন তাঁর হবু স্বামী সৌম্য৷ কারণ তিনি একেবারে বলিউড স্টাইলে সন্দীপ্তাকে প্রোপেজ করেছেন, গেয়েছেন গান
কলকাতা: সন্দীপ্তার জন্য গান গাইলেন সৌম্য৷ তাও আবার একেবারে মঞ্চে দাঁড়িয়ে৷ আংটি বদলের দিন ইতিমধ্যেই তিনি হাঁটু মুড়ে বসে সন্দীপ্তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সকলের সামনে৷ একেবারে বলিউড স্টাইলে হয় সবকিছু৷ এরপর সামনে এসেছে সন্দীপ্তার উদ্দেশ্যে তাঁর গান গাইবার ভিডিও৷
বিয়ে জন্য পুরোপুরি তৈরি পাত্র ও পাত্রী পক্ষ৷ সৌম্য-সন্দীপ্তার বিয়ে ৭ ডিসেম্বর৷ আগেই হয়েছে বাগদান এবং রিং সেরিমনি৷ আংটি বদল হয়েছে তাঁদের৷ একেবার স্বপ্নের মতো ছিল সেই অনুষ্ঠান৷ সেই দিনের অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে৷
আরও পড়ুনJojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
সন্দীপ্তা খুবই ভাল নাচেন৷ ফলে নিজের সঙ্গীতে তাঁর পারফরমেন্স ছিল নজরকাড়া৷ তবে শুধু তিনিই মন কাড়েননি৷ সকলকে অবাক করেছেন তাঁর হবু স্বামী সৌম্য৷ কারণ তিনি একেবারে বলিউড স্টাইলে সন্দীপ্তাকে প্রোপেজ করেছেন, গেয়েছেন গান৷ তাঁদের বাগদান থেকে আংটি বদল ছিল পুরো রূপকথার মতো৷
advertisement
advertisement
তবে রিং সেরিমনির অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই নেচে মাতিয়ে দিয়েছিলেন৷ সেই দিনে অনুষ্ঠানে পরিবারের লোকেরা ও হাতে গোনা বন্ধুরাই উপস্থিত ছিল৷
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
advertisement
রিং সেরিমনির দিন সাদা লেহেঙ্গায় সোনালি কাজ, সে ছবি হার মানাবে বলিউডি বিয়েকেও৷ সৌম্যের পরনেও ছিল সাদা পাঞ্জাবি৷ এখন সকলের অপেক্ষা বিয়ের দিন সন্দীপ্তা-সৌম্য কেমন সাজবেন৷
advertisement
২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 3:45 PM IST