প্রয়াত গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর, বাবাকে নিয়ে ফেসবুকে লিখলেন মেয়ে মেহুলি
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
হৃদরোগে আক্রান্ত হয়েই সোমবার ভোরে মৃত্যু হল শক্তি ঠাকুরের ৷
#কলকাতা: বিনোদন জগতে ফের শোকের খবর ৷ চলে গেলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর ৷ সোশ্যাল মিডিয়ায় শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি-ই দিলেন বাবার মৃত্যুর খবর ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই সোমবার ভোরে মৃত্যু হল শক্তি ঠাকুরের ৷
বাংলা বিনোদন জগতে শক্তি ঠাকুর ছিলেন অত্যন্ত জনপ্রিয় নাম ৷ বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন তিনি ৷ উৎপত্ত দত্ত, বিকাশ রায়ের মতো অভিনেতাদের সঙ্গে দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি ৷ শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালি ঠাকুর এখন বলিউডের অন্যতম ব্যস্ত গায়িকা ৷
ফেসবুকে শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি লিখলেন,
advertisement
advertisement
‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়.... জীবনে কোনোদিনও স্মশানে আসিনি.... আজ সবই জীবনে প্রথম বার...... বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন........ তুমি কি কোনোদিনও কোনো পাপ করোনি বাবা?..... নইলে এভাবে দুঘন্টার মধ্যে কে চলে যায়? "ধুর আর ভাল্লাগছেনা" বলে চলে গেলে...... সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকা বকি করতাম...... আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?.....
advertisement
আমি তো তোমার কার্বন কপি.... আমিও তোমারি মতন তাড়াহুড়ো করে চলে যাবো দেখো......... কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম......’
মেহুলির ফেসবুক পোস্ট ৷ যে পোস্টেই বয়ে এল শোকের খবর ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2020 11:43 AM IST










