Viral Video: নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার...

Last Updated:

Viral Video: রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচে সকলেই যখন বিরাট জ্বরে কাবু৷ ঠিক তখনই ঘটে এক কেলেঙ্কারি কাণ্ড৷

নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা
নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা
কলকাতা: বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব৷ শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড কাপ৷ বিশ্বকাপের জমজমাট আসর বসেছে ইডেনে৷ রবিবার ইডেনে ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ৷ এদিন হাইভোল্টেজ ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিল টলিপাড়ার একাধিক তারকারা৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচে সকলেই যখন বিরাট জ্বরে কাবু৷ ঠিক তখনই ঘটে এক কেলেঙ্কারি কাণ্ড৷
ইডেন থেকে হাইভোল্টেজ ম্যাচ একাধিক ছবি শেয়ার করেছেন টলিপাড়ার পাওয়ার কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা৷ তবে নীলের পাশে বসে খেলা দেখলেও অভিনেত্রীর মন-প্রাণ-ধ্যান যে ছিল বিরাটের দিকে তার প্রমাণ মিলল হাতেনাতে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা, সেখানেই নিজের বউ তৃণার কেলেঙ্কারি ফাঁস করে দিলেন খোদ অভিনেতা নিজেই৷
advertisement
advertisement
advertisement
নীলের শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে নীল-তৃণা জুটিকে। যেখানে নীল একের পর এক প্রশ্ন করছেন তৃণাকে । প্রথমেই বলেন, তোমার প্রিয় ক্রিকেটার কে? তৃণার সটান উত্তর বিরাট কোহলি। দ্বিতীয় প্রশ্ন তোমার প্রিয় ব্যাটসম্যান কে? তার উত্তরেও বলেন অবশ্যই বিরাট কোহলি। প্রিয় ফিল্ডার কে? সেই প্রশ্নের উত্তরেও বিরাট কোহলির নাম নেন তৃণা। প্রিয় বোলার কে? সেখানেও তৃণার উত্তর বিরাট কোহলি। শেষ প্রশ্নে নীল যখন বলেন, তোমার স্বামীর নাম কী? কিছু না শুনেই তৃণা বলে ফেলেন বিরাট কোহলি৷ ব্যস এটা বলার পরেই নিজের ভুলটা বুঝে কানও ধরে জিভ কেটে নেন অভিনেত্রী৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷
advertisement
আসলে তৃণার প্রতিটা জিনিস তখন বিরাট জ্বরে কাবু৷ শেষের প্রশ্নে তৃণার উত্তর শুনে বেজায় হতাশ হয়েছে বর বাবাজি৷ নিজের স্বামীর নাম টাও যে ভুলে যাবেন এত তাড়াতাড়ি তা হয়তো আশা করেননি তিনি৷ মুহূর্তের মধ্যে নীল ও তৃণার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যা এখন নেটদুনিয়ার হটকেক৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement