Basanti Chatterjee: 'ওষুধের খরচ কে দেবে?' সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
গুরুত্বর অসুস্থত অভিনেত্রী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন? জানতে চেয়ে নিউজ১৮ বাংলা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান অভিনেত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার জানিয়েছেন যে কোনও মুহূর্তে খারাপ খবর আসতে পারে।
কলকাতা: ২১ বছরের আলাপ, প্রথম পরিচয় তরুণ মজুমদারের ‘আলো’ সিনেমা করতে গিয়ে। তারপর একের পর এক নানা কাজে ভাস্বর চট্টোপাধ্যায় পেয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের সান্নিধ্য। বর্তমানে স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত জনপ্রিয় ধারাবাহিক “গীতা এলএলবি”-তে ভাস্বরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
গুরুত্বর অসুস্থত অভিনেত্রী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন? জানতে চেয়ে নিউজ১৮ বাংলা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান অভিনেত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার জানিয়েছেন যে কোনও মুহূর্তে খারাপ খবর আসতে পারে।
আরও পড়ুন: কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী
advertisement
advertisement
কেবল পর্দায় নয়। বাস্তবেও তাঁদের সম্পর্কের সমীকরণ মা-ছেলের মতোই। ভাস্বর জানান, বহুদিন ধরেই পেসমেকার বসেছে বহু আগেই সঙ্গে হাঁপানি, ক্যানসার, কিডনির সমস্যার মতো নানা জটিল রোগে বহুদিন ধরে ভুগছিলেন অভিনেত্রী। তাঁকে বেশ কিছুদিন ডায়ালসিসও করতে হয়েছিল। কিন্তু তাও কখন থেমে না থেকে একের পর এক কাজ করে গিয়েছেন তিনি।
advertisement
অভিনেতা বলেন, “ক্যামেরার সামনে উনি দাপটের সঙ্গে অভিনয় করতেন ঠিকই। কিন্তু ভিতর থেকে প্রচন্ড ভাবে অসুস্থ ছিলেন। ঠিক করে হাঁটাচলার করতে পারতেন না। ধরে ধরে ওনাকে হাঁটানো হতো। স্নেহাশিস দার প্রোডাকশান হাউস খুব ভাল, ওনার খুব যত্ন নিতেন সকলে। রাত ৮টার মধ্যে ওনার শ্যুট শেষ করে দেওয়া হত। কারণ উনি দমদমে থাকতেন, বাড়ি যেতে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট মতো সময় লাগতো। পরের দিকে শরীর আরও খারাপ হতে শুরু করল ডায়লগ বলতে, বলতে হাঁপাতেন।”
advertisement
ভাস্বর বলেন, “আমি অনেকবার বলেছি যে এত অসুস্থতা নিয়ে কাজ না করে এবার একটু বিশ্রাম নাও। কতদিন খাটবে? ৮৬ বছর বয়স তোমার। উনি বলতেন, না রে আমার কাজ না করলে চলবে না। আমাকে তো রোজগার করতে হবে। কাজ না করলে আমার ওষুধের খরচ কে দেবে?”
বর্তমানে ওঁর শারীরিক অবস্থা ঠিক কেমন? জানতে চাওয়া হলে অভিনেতার উত্তর, “উনি ফেব্রুয়ারীতে শেষ শ্যুট করেছেন। তারপর থেকে খুব ভুগছিলেন। অবশেষ পাঁচদিন আগে জানতে পারি ওঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওঁকে দমদমের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা আশা দেখতে পারছেন না। যে কোনও সময়ে খারাপ খবর আসতে পারেন। কাউকে চিনতে পারছেন না তিনি। যিনি দিদির দেখাশোনা করেন তাঁকেও চিনতে পারছেন না।”
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 6:23 PM IST