Kiran Rao : কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী

Last Updated:

Kiran Rao and Aamir Khan Relationship : বছর তিনেক আগেই ১৫ বছরের দাম্পত্যে ভাঙনের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির এবং কিরণ রাও। এর আগে অবশ্য আমির ঘর বেঁধেছিলেন রিনা দত্তের সঙ্গে। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, আমির-কিরণের মন দেওয়া-নেওয়ার জন্যই নাকি আমির-রিনার সংসারের ভাঙন ধরে ছিল।

মুম্বই: বছর তিনেক আগেই ১৫ বছরের দাম্পত্যে ভাঙনের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির এবং কিরণ রাও। এর আগে অবশ্য আমির ঘর বেঁধেছিলেন রিনা দত্তের সঙ্গে। কিন্তু আমির-রিনার সংসারে ভাঙনের জন্য অনেকেই দায়ী করেছিলেন কিরণকে। আসলে ‘লগান’ ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন কিরণ রাও। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, ওই সময় থেকেই আমির-কিরণের মন দেওয়া-নেওয়া। এর ফলস্বরূপ আমির-রিনার সংসারের ভাঙন। কিন্তু সম্প্রতি এই দাবি সম্পূর্ণ রূপে উড়িয়ে দিলেন কিরণ। সেই সঙ্গে প্রকাশ্যে আনলেন আসল কারণটাও।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিরণ জানান, ‘লগান’ ছবির শ্যুটিংয়ের সময় আমিরের সঙ্গে তেমন কোনও কথাই হয়নি তাঁর। স্পষ্ট করে জানান যে, ২০০৪ সালে ডেটিং শুরু হয় তাঁদের। প্রসঙ্গত আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি মুক্তির তিন বছর পরের ঘটনা এটি!
advertisement
advertisement
কিরণের কথায়, “বহু মানুষ ভাবেন যে, আমির এবং আমার সম্পর্ক সেই ‘লগান’ ছবির সময় থেকেই। অথচ এই ভাবনাটা একেবারেই ঠিক নয়। ‘স্বদেশ’ ছবির সময় থেকেই আমির এবং আমার যোগাযোগ। সেই সময় ‘মঙ্গল পাণ্ডে’-র শ্যুটিং করছিলেন আমির। আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কোক-এর জন্য দু’টি বিজ্ঞাপনের কাজ করেছিলাম। আর এখান থেকেই আমার আর আমিরের মধ্যে ফের যোগাযোগ তৈরি হয়। ‘লগান’ ছবির ৩-৪ বছর পর আমার সঙ্গে সেরকম যোগাযোগই ছিল না। আসলে ‘লগান’ ছবির সময় আমার সঙ্গে সেরকম ভাবে আমিরের কোনও কথাই হয়নি। মজার বিষয় হল, সেই সময় আমার সঙ্গে অন্য কারও সম্পর্ক ছিল। আর ‘ ২০০৪ সালে যখন আমাদের একসঙ্গে দেখা যায়, তখন প্রত্যেকে ভেবেছিলেন যে, ‘লগান’ ছবির সময় থেকেই আমাদের সম্পর্ক। যার ফলে প্রথম বিচ্ছেদ। অথচ এটা একেবারেই ঠিক নয়।”
advertisement
কিরণ আরও বলেন, “যখন আপনি কাউকে বিয়ে করেন, তিনি যদি অন্য সম্পর্কে থাকেন, তাহলে আপনার উপর একটা বোঝা থাকে। যা আপনার সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। আমি কাপলস কাউন্সেলিংয়ের উপর সব সময় জোর দিই। আমরা দু’জনেই সেই কাউন্সেলিং করিয়েছি। আসলে এটা একটা নিরপেক্ষ জায়গা হয়ে ওঠে, যেখানে নিজের নিজের চাহিদার বিষয়ে কথা বলা যায়। আমির এবং আমায় এই বিষয়টা খুবই সাহায্য করেছে।”
advertisement
প্রসঙ্গত, ২০০৫ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আমির এবং কিরণ। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে বর্তমানে দুজনের সম্পর্কে কোনও রকম তিক্ততা নেই। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে আজও একসঙ্গেই দেখা যায়। সম্প্রতি ‘লাপতা লেডিজ’ ছবির জন্য চর্চার শিরোনামে রয়েছেন কিরণ। তিনি এই ছবিটির সহ-প্রযোজক।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiran Rao : কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement