Oscars 2024 : এই মঞ্চেই স্বীকৃতি পেয়েছিল গতবছর, আবারও অস্কারে 'আর আর আর'-এর দৃশ্য! আবেগপ্রবণ দেশবাসী

Last Updated:

গত বছর 'আর আর আর' অস্কারে জন্য মনোনয়ন পায়। এক বছর আগে স্মৃতি এখনও তাজা দেশবাসীর মনে। আর তার মাঝেই আবার অস্কারের মঞ্চে 'আর আর আর'-এর কিছু ভিডিও ক্লিপ দেখানো হল।  

অস্কার: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্খিত পুরষ্কার অস্কার। ৯৬ তম অস্কারের মঞ্চে ঘোষণা করা হয়েছে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী-সহ বিনোদন জগতের নানা ক্ষেত্রের বিজয়ীদের নাম। গত বছর  ‘আর আর আর’ অস্কারে জন্য মনোনয়ন পায়। এটি ভারতীয় কাছে অতন্ত্য সম্মানের একটি বিষয় ছিল। অস্কারের মঞ্চে এই ছবিটি খুব প্রশংসিতও হয়েছিল। এক বছর আগের এই স্মৃতি এখনও তাজা দেশবাসীর মনে। আর তার মাঝেই আবার অস্কারের মঞ্চে ‘আর আর আর’-এর কিছু ভিডিও ক্লিপ দেখানো হল।
যখন রায়ান গসলিং এবং এমিলি ব্লান্ট সিনেমায় স্টান্ট পারফর্মারদের জন্য একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছিলেন, তখন আন্তর্জাতিক চলচ্চিত্রের  নানা ক্লিপগুলির মধ্যে ‘আর আর আর’-এর তারকা জুনিয়র এনটিআর ও রাম চরণের একটি অ্যাকশনের দৃশ্যও দেখানো হয়। 

View this post on Instagram

A post shared by RRR Movie (@rrrmovie)

advertisement
advertisement
পরে, সিনথিয়া এরিভো এবং আরিয়ানা ডিবোস মঞ্চে আসার সঙ্গে সঙ্গে একটি পরিচিত সুর বেজে ওঠে অস্কারের মঞ্চে। গানটি কী সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, গানটি হল ‘নাটু নাটু’। এই গানটি ২০২৩ সালে ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছিল।

View this post on Instagram

A post shared by RRR Movie (@rrrmovie)

advertisement
এই ভিডিওটি প্রকাশ্যে আসতে দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে। হ্যাশট্যাগ #RRRMovie দ্রুত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। ছবিটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও ক্লিপটি শেয়ার করে লেখা হয়েছে, “আবার, আমাদের চমকে যাওয়ার পালা তবে মিষ্টি ভাবে। আমরা আনন্দিত যে অস্কারের মঞ্চে আবার আমাদের সিনেমায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টান্ট সিকোয়েন্সের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে দেখানো হয়েছে।” 
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2024 : এই মঞ্চেই স্বীকৃতি পেয়েছিল গতবছর, আবারও অস্কারে 'আর আর আর'-এর দৃশ্য! আবেগপ্রবণ দেশবাসী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement