'বব বিশ্বাস' ছবির শ্যুটিংয়ে কলকাতায় অভিষেক ! শোভাবাজারে দেখা গেল তাঁকে

Last Updated:

অভিষেক বচ্চনকে তাঁর পরবর্তী ছবি দ্য বিগ বুল -এ খুব শীঘ্রই দেখা যাবে৷ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এ মুক্তি পাবে৷

#কলকাতা:  ‘নমস্কার আমি বব বিশ্বাস’ শান্ত স্বরে কথা বলা এই কোল্ড ব্লাডেড খুনিকে মনে আছে নিশ্চই? কাহানি ছবির এই চরিত্রটি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়৷ তবে এবার নতুন ‘বব বিশ্বাস’ - এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে৷ আর সম্প্রতি এই ‘বব বিশ্বাস’ ছবির শ্যুটিং ফ্লোরে দেখা মিলল অভিষেক বচ্চনের৷  ফাটা কপাল , কুঁচকানো শার্ট, মোটা পাওয়ারের চশমা পড়ে অভিনেতা বেজায় ব্যস্ত৷
প্রসঙ্গত এই বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’-ছবির শুটিং শুরু করেছিলেন অভিষেক। পরিচালক ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। বাবার ব্লকবাস্টার ছবির মতোই কলকাতা শহরের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে পুরো গল্প। প্রযোজক হিসেবে পাশে পেয়েছেন শাহরুখপত্নী গৌরি খানকে।
জানুয়ারি মাসের পর করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল ‘বব বিশ্বাস’ ছবির কাজ। করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক নিজেও। করোনামুক্ত হওয়ার পর ডাবিংয়ের কাজগুলি সেরে ফেলেন৷ জানা গেছে,বুধবারের ছবির শ্যুটিং শোভাবাজার এলাকায় শেষ করেছেন অভিষেক। সম্প্রতি শ্যুটিংয়ের কিছু ছবি ভাইরালও হয়েছে৷ বব বিশ্বাসের সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনি দেখানো হবে এই ছবিতে ৷ এ ছাড়াও ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং ও বাংলা টেলিভিশনের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
advertisement
advertisement
অভিষেক বচ্চনকে তাঁর পরবর্তী ছবি দ্য বিগ বুল -এ খুব শীঘ্রই দেখা যাবে৷ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার এ মুক্তি পাবে৷
Simli Dasgupta
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বব বিশ্বাস' ছবির শ্যুটিংয়ে কলকাতায় অভিষেক ! শোভাবাজারে দেখা গেল তাঁকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement