Aarya 2 Trailer | Sushmita Sen: আরিয়া ২-তে 'বাঘনখ' বের করলেন সুস্মিতা সেন, ভয় ধরাচ্ছে টানটান ট্রেলার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মুক্তি পেল সুস্মিতা সেনের আরিয়া ২-এর ট্রেলার। (Aarya 2 Trailer | Sushmita Sen)
#মুম্বই: নিজের প্রতিশোধ পূরণ করতে পর্দায় ফিরে আসছেন আরিয়া সারিন। মুক্তি পেতে চলেছে ডিজনি হটস্টারের অন্যতম সফল সিরিজ 'আরিয়া'-র নতুন সিজন (Aarya 2) (Aarya 2 Trailer | Sushmita Sen)। একেবারে ভিন্ন অবতারে আসছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস-এ মনোনীত এই সিরিজ। প্রথম সিজনের চেয়েও টানটান উত্তেজনায় ভরপুর নতুন সিজনটি (Aarya 2 Trailer | Sushmita Sen)। 'আরিয়া' এইবার আরও কড়া, তবে তার সঙ্গে অবশ্যই লাস্যময়ী। ঘন সুতোর বুনোটে বাঁধা এই গল্প। পরতে পরতে রয়েছে রহস্য। মুক্তি পেল সেই আরিয়া ২-এর ট্রেলার। (Aarya 2 Trailer | Sushmita Sen)
দ্বিতীয় সিরিজে 'আরিয়া'-র মূল লক্ষ্য প্রতিশোধ নেওয়া। প্রথম সিজিনে আমরা দেখেছিলাম 'আরিয়া'-র স্বামীর রহস্যজনক খুন। তাঁর পরিবারের মধ্যে দ্বন্দ্ব, জটিল সমীকরণ। একদিকে 'আরিয়া'-র টিনএজার মেয়ে। তার বয়সন্ধিকালে নানা রকম সমস্যা। অন্য দিকে স্বামীর হত্যাকারীকে খুঁজে বার করার আরিয়ার একার লড়াই। এই সিরিজ দিয়েই কামব্যাক করেছিলেন সুস্মিতা সেন। বহুদিন পর আবার অভিনয়ে ফেরেন তিনি। শুধু তাই নয়, 'আরিয়া' দিয়েই বহুদিন পর আবার পর্দায় ফিরে আসেন চন্দ্রচূড় সিং। তবে এই সিরিজের সিংহভাগ দায়িত্ব ছিল বঙ্গকন্যা সুস্মিতার কাঁধে।
advertisement
advertisement
advertisement
জনপ্রিয় ডাচ ক্রাইম-ড্রামা সিরিজ পেনোজার (Penoza) রিমেক এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন সন্দীপ শ্রীবাস্তব (Sandeep Shrivastava) ও অনু সিং চৌধুরি (Anu Singh Choudhary)। এখানে আরিয়া সারিনের (Aarya Sareen) চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। একজন বিবাহিত মহিলা নিজের সংসার নিয়েই বেশ সুখী ছিলেন। এমন সময় তাঁর স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে একদম অন্য দিকে মোড় নেয় পুরো ঘটনা। রাম মাধবনি (Ram Madhvani) পরিচালিত এই ক্রাইম-ড্রামায় টানটান উত্তেজনা ও দুরন্ত অভিনয় দর্শকদের পাশাপাশি সমালোকদেরও প্রশংসা আদায় করে নেয়। আর এবার আরিয়া ২-এর পালা, ইনস্টাগ্রামে নিজেই এদিন ট্রেলার পোস্ট করেছেন সুস্মিতা সেন।
advertisement
আরও পড়ুন: সারা শরীর খোলা! ফিতের ন্যায় কাপড়ে লজ্জা নিবারণ! উরফির একের পর এক ছবিতে ঝড়...
আরিয়াতে অভিনয়ের জন্যই Filmfare OTT Awards-এর ড্রামা সিরিজ সেগমেন্টে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে সুস্মিতাকে। উল্লেখ্য, আরিয়ার প্রথম সিজনে সুস্মিতা সেন ছাড়াও নমিত দাস (Namit Das), মণীশ চৌধুরি (Manish Chaudhary) চন্দ্রচূড় সিং (Chandrachur Singh), সিকন্দর খের (Sikandar Kher), অ্যালেক্স ওনেল (Alexx ONell), অঙ্কুর ভাটিয়া (Ankur Bhatia), জয়ন্ত কৃপালনি (Jayant Kripalani), বিকাশ কুমার (Vikas Kumar)-সহ অন্যান্যদের দেখা গিয়েছে। এবার আরিয়া সিরিজের সিকোয়েল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সুস্মিতার চরিত্র নিয়েও চলছে বিস্তর কাটাছেঁড়া। এক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর থেকে Disney+ Hotstar-এ দেখা যাবে আরিয়া ২ (Aarya Season 2)।
Location :
First Published :
November 25, 2021 9:30 PM IST