মাখোমাখো প্রেম কি ভাঙল সুস্মিতার? কেন এমন লিখলেন তিনি?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অন্তত তাঁর পোস্টটি দেখে বিচ্ছদের ইঙ্গিত মিলছে! অনেকের ধারণা রোহমান এবং সুস্মিতার মধ্যে কিছু একটা ঘটেছে...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
•২০১৮ সালে রোহমনের সঙ্গে সুস্মিতাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল শিল্পা শেঠি কুন্দরের দিওয়ালি পার্টিতে৷ একসঙ্গে হাতে হাত ধরে এসেছিলেন তাঁরা৷ এরপর দীর্ঘদিন তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলেছে৷ সুস্মিতা নিজে জানিয়েছেন যে তিনি ঠিক সময় বিয়ে করবেন৷ তাঁর দুই মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে৷ মা হিসেবে তিনি খুবই দায়িত্বশীল৷ খুব মন দিয়ে মেয়েদের বড় করছেন৷ তবে এখনও নিজের জীবন সঙ্গীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি৷ বহু প্রেম হয়েছে, বিচ্ছেদেও হয়েছে৷ কোনও কিছু কখনও গোপন করেননি৷ রোহমনের সঙ্গে প্রচুর ভিডিও, ছবি নিজেই শেয়ার করেন তিনি৷ এখন দেখার যে এই প্রেমের পরিণতি কী হয়৷