Mani Ratnam-Ponniyin Selvan: অসুস্থ মণি রত্নম, এরই মাঝে 'পন্নিয়িন সেলভন'-এর জন্য তাঁর বাড়িতে আইনি নোটিস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বিক্রম এবং মণির কাছে গেল আদালতের নোটিস। বিক্রমের চরিত্র আদিত্য কারিকলনের সাজ নিয়ে দাবি তুলেছেন এক আইনজীবী। নাম, সেলভন।
#চেন্নাই: একই ছবির নায়ক এবং পরিচালক অসুস্থ। এক জন আগামী ছবির টিজার মুক্তির দিনই হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও ছাড়া পেয়ে গিয়েছেন। আর পরিচালক মঙ্গলবার হাসপাতালে ভর্তি হলেন কোভিড আক্রান্ত হয়ে। বিক্রম এবং মণি রত্নম। সে দিনই জানা গেল, তাঁদের আগামী ছবি 'পন্নিয়িন সেলভন' আইনি ঝঞ্ঝাটে পড়েছে। সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এই ছবি। তার আগেই বিপাকে পড়ল মণি রত্নমের এই ছবি।
বিক্রম এবং মণির কাছে গেল আদালতের নোটিস। বিক্রমের চরিত্র আদিত্য কারিকলনের সাজ নিয়ে দাবি তুলেছেন এক আইনজীবী। নাম, সেলভন। তাঁর অভিযোগ, চোল বংশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আইনজীবীর, দাবি, চোল রাজা কখনই কপালে তিলক পরতেন না। যেমনটি ছবির চরিত্রের পোস্টারে দেখা যায়। গত সপ্তাহেই পোস্টারটি মুক্তি পেয়েছে। তা ছাড়া অভিযোগকারী জানিয়েছেন, তিলকটি পোস্টারে দেখা যাচ্ছে, কিন্তু টিজারে দেখা যাচ্ছে না। নির্মাতারা যাতে ইতিহাসকে ভুল ভাবে উপস্থাপন না করেন তা নিশ্চিত করতে তিনি মুক্তির আগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনের অনুরোধ করেছেন।
advertisement
advertisement
এখনও পর্যন্ত পরিচালক বা অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিক্রম ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চন, কার্থি, তৃষা ও জয়ম রবি, সোবিতা ধুলিপালা ও ঐশ্বর্য লক্ষ্ণীকে। ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 9:13 PM IST