Sharmila Tagore-Jaya Bachchan: শর্মিলা না থাকলে শুরুই হত না জয়ার ছবি-যাত্রা, শাবানা যা বলেছিলেন, তা অবাক করা!

Last Updated:

Sharmila Tagore-Jaya Bachchan: অনেকেই জানেন না যে জয়া ভাদুড়ির রুপোলি পর্দার পথচলা শুরু হয়েছিল শর্মিলা ঠাকুরের সৌজন্যে, ভূমিকা ছিল রবি ঘোষেরও।

'মহানগর'-এ জয়া বচ্চন; শর্মিলা ঠাকুর
'মহানগর'-এ জয়া বচ্চন; শর্মিলা ঠাকুর
১৯৬৩ সাল। মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের কলকাতা ট্রিলজির প্রথম ছবি ‘মহানগর’। ছবির শুরু থেকে শেষ- চোখ সরানো যায়নি সত্যজিতের সম্ভবত সবচেয়ে প্রিয় নায়িকা মাধবী মুখোপাধ্যায়ের দিক থেকে। কিন্তু আরও এক বিস্ময় ওই ছবিতে দর্শকের দরবারে হাজির করেছিলেন রায়। ছবি শুরুর মিনিট উনিশের মাথায় এক স্বামী-স্ত্রীর গোপন আলাপে এক তরুণীর অকস্মাৎ হানা দেওয়ায় এক মুহূর্তে ফ্রেম বদলে যায়।
সেই মেয়েটি জিজ্ঞাসা করেছিল স্টেটসম্যান খবরের কাগজের পাতায় এক নজর রেখে দাদাকে- সিনেমা যাচ্ছ? তার পর মুখ গোমড়া করে বলে- আর মাস দুয়েক পরে গেলে হত না! বউদি তখন চুপি চুপি জানায় যে তার জন্য একটা চাকরি খোঁজা হচ্ছে। মেয়েটি লাফিয়ে ওঠে। তার মনে হয়- বউদির একমাত্র ঠিকঠাক কাজ ফিল্মস্টার হওয়া। চোখে কালো চশমা, ঠোঁটে লিপস্টিক…. ফিল্মদুনিয়ার গ্ল্যামারে হারিয়ে যায় কিছুক্ষণের জন্য তার মন। এও বলে সে, বউদি হিন্দি ছবিতে কাজ করলে তারা প্লেনে করে মুম্বই যাবে!
advertisement
advertisement
ওই মেয়েটির নাম জয়া ভাদুড়ি। বচ্চন সে হয়েছে ১৯৭৩ সালে। পনেরো বছর বয়সেই সে নেমেছে ছবি করতে। প্রথম দৃশ্যেই তার মুখে কেবল ছবির কথা। কী বলা যায় একে- সমাপতন? হয়তো তা-ই! কেন না, বউদির জন্য সে যা যা চেয়েছে, সেই সবই একে একে সত্যি হয়ে উঠেছে তার জীবনে। বাস্তবে এক সময়ে দেশের প্রথম সারির ফিল্ম-পরিবারের সঙ্গেও জুড়ে গিয়েছে তার জীবন।
advertisement
যদিও অনেকেই জানেন না যে জয়া ভাদুড়ির রুপোলি পর্দার পথচলা শুরু হয়েছিল শর্মিলা ঠাকুরের সৌজন্যে, ভূমিকা ছিল রবি ঘোষেরও। মহানগর ছবির এবং সেই সূত্রে তাঁর অভিনয় জীবনের ৬০ বছর পূর্তিতে মহানগরে এসে অতীতের স্মৃতিপট সরালেন নায়িকা। দেখা গেল বাবা তরুণ ভাদুড়ির সঙ্গে সেই তরুণীর পুরীতে যাওয়ার স্মৃতি। ১৯৬২ সালের ঘটনা। তপন সিংহের ‘নির্জন সৈকতে’ ছবির শ্যুটিংয়ের কাজে তখন সৈকতশহরে ছিলেন শর্মিলা ঠাকুর আর রবি ঘোষও। আলাপের পরে কলকাতায় ফিরে তাঁরাই জানিয়েছিলেন রায়কে জয়ার কথা। ঘোষ বলেছিলেন তাঁর মানিকদাকে- মহানগরের তরুণীটির চরিত্রাভিনেতা আর খুঁজতে হবে না।
advertisement
সেই শুরু। এর পরে বার বার আমাদের নিজের স্বতস্ফূর্ত অভিনয়ে মুগ্ধ করেছেন জয়া। সাধে কী আর বলেছিলেন শাবানা আজমি- ও যদি অভিনয় করতে পারে, তাহলে যে কেউ পারবে! কথাটা আসলে স্বগতোক্তি, যেন নিজেকে সাহস দেওয়ার জন্যই বলেছিলেন তিনি। এটা স্পষ্ট হয়ে যায়, যখন আজমি জানান, জয়ার অভিনয় দেখার পরেই তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sharmila Tagore-Jaya Bachchan: শর্মিলা না থাকলে শুরুই হত না জয়ার ছবি-যাত্রা, শাবানা যা বলেছিলেন, তা অবাক করা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement