Dipika Kakkar: গৃহবধূ হয়ে থাকতে চান দীপিকা! ছেড়ে দেবেন অভিনয়, ঘোষণা করে চমকে দিলেন নায়িকা, ভক্তদের মাথায় হাত!

Last Updated:
Dipika Kakkar: বছরের শুরুতেই দীপিকা এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভক্তদের জানান, তাঁদের কোলে সন্তান আসতে চলেছে। ‘সসুরাল সিমর কা’-র সেটেই শোয়েবের সঙ্গে আলাপ দীপিকার। তার পর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা।
1/8
অভিনয় ছাড়ছেন দীপিকা কক্কর। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই এই সিদ্ধান্ত ‘সসুরাল সিমর কা’-র নায়িকার। হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় অভিনেত্রী অভিনয় ছেড়ে দেবেন শুনে মাথায় হাত ভক্তদের।
অভিনয় ছাড়ছেন দীপিকা কক্কর। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই এই সিদ্ধান্ত ‘সসুরাল সিমর কা’-র নায়িকার। হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় অভিনেত্রী অভিনয় ছেড়ে দেবেন শুনে মাথায় হাত ভক্তদের।
advertisement
2/8
জানা গিয়েছে, তিনি নাকি তাঁর আগত সন্তান এবং পরিবারকেই সমস্ত সময় দিতে চান। গৃহবধূ হয়েই কাটাতে চান বলে জানিয়েছেন দীপিকা। আর সেই কারণেই অভিনয় ত্যাগের সিদ্ধান্ত।
জানা গিয়েছে, তিনি নাকি তাঁর আগত সন্তান এবং পরিবারকেই সমস্ত সময় দিতে চান। গৃহবধূ হয়েই কাটাতে চান বলে জানিয়েছেন দীপিকা। আর সেই কারণেই অভিনয় ত্যাগের সিদ্ধান্ত।
advertisement
3/8
বছরের শুরুতেই দীপিকা এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভক্তদের জানান, তাঁদের কোলে সন্তান আসতে চলেছে। ‘সসুরাল সিমর কা’-র সেটেই শোয়েবের সঙ্গে আলাপ দীপিকার। তার পর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা।
বছরের শুরুতেই দীপিকা এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভক্তদের জানান, তাঁদের কোলে সন্তান আসতে চলেছে। ‘সসুরাল সিমর কা’-র সেটেই শোয়েবের সঙ্গে আলাপ দীপিকার। তার পর ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা।
advertisement
4/8
এর আগে একবার গর্ভপাত হয় দীপিকার। সেই সময়ে সোশ্যাল মিডিয়াতেই দুঃসংবাদ দিয়েছিলেন শোয়েব। গত বছর ফেব্রুয়ারি মাসে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার পর থেকে দম্পতি আরও সতর্ক হয়ে গিয়েছেন।
এর আগে একবার গর্ভপাত হয় দীপিকার। সেই সময়ে সোশ্যাল মিডিয়াতেই দুঃসংবাদ দিয়েছিলেন শোয়েব। গত বছর ফেব্রুয়ারি মাসে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার পর থেকে দম্পতি আরও সতর্ক হয়ে গিয়েছেন।
advertisement
5/8
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, ‘‘অনেক ছোট বয়সে অভিনয় শুরু করেছি আমি। ১০-১৫ বছর পেরিয়ে এসেছি। এখন আমি মা হতে চলেছি। আর এই সময়টায় বড় আনন্দে আছি।’’
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, ‘‘অনেক ছোট বয়সে অভিনয় শুরু করেছি আমি। ১০-১৫ বছর পেরিয়ে এসেছি। এখন আমি মা হতে চলেছি। আর এই সময়টায় বড় আনন্দে আছি।’’
advertisement
6/8
‘‘মাত্রই শুরু হয়েছে এই জীবন। তাই শোয়েবকে বলছিলাম, আমি আর অভিনয় করতে চাই না। ছেড়ে দিতে চাই। এক জন গৃহবধূ এবং এক জন মা হিসেবে জীবন যাপন করতে চাই।’’
‘‘মাত্রই শুরু হয়েছে এই জীবন। তাই শোয়েবকে বলছিলাম, আমি আর অভিনয় করতে চাই না। ছেড়ে দিতে চাই। এক জন গৃহবধূ এবং এক জন মা হিসেবে জীবন যাপন করতে চাই।’’
advertisement
7/8
দীপিকাকে শেষ বার ২০২০ সালে দেখা গিয়েছিল ‘কাঁহা হম কাঁহা তুম’ ধারাবাহিকে। ‘বিগ বস সিজন ১২’-এ অংশ গ্রহণ করে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।
দীপিকাকে শেষ বার ২০২০ সালে দেখা গিয়েছিল ‘কাঁহা হম কাঁহা তুম’ ধারাবাহিকে। ‘বিগ বস সিজন ১২’-এ অংশ গ্রহণ করে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।
advertisement
8/8
এছাড়া ‘নাচ বালিয়ে সিজন ৮’ এবং ‘ঝলক দিখলা যা সিজন ৮’-এ স্বামীর সঙ্গে অংশ গ্রহন করেছিলেন। এছাড়া একাধিক মেগাতে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
এছাড়া ‘নাচ বালিয়ে সিজন ৮’ এবং ‘ঝলক দিখলা যা সিজন ৮’-এ স্বামীর সঙ্গে অংশ গ্রহন করেছিলেন। এছাড়া একাধিক মেগাতে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
advertisement
advertisement
advertisement