KL Rahul-Athiya Shetty I Strip Club : নগ্ন মহিলার নাচ দেখছেন রাহুল! স্ট্রিপ ক্লাবের ভিডিও ভাইরাল? গর্জন স্ত্রী আথিয়ার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
KL Rahul-Athiya Shetty I Strip Club : তাঁর চিকিৎসা চলাকালীন হঠাৎ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, লাল আলো জ্বলছে ক্লাবে। নাচ-গান চলছে। বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন রাহুল। টেবিলের উপর মহিলারা অন্তর্বাস পরে নাচ করছেন।
লন্ডন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় ডান পায়ে চোট পান কেএল রাহুল। জোরে দৌড়ে বল চেজ করতে গিয়ে আঘাত পান তিনি। আইপিএল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। এই মুহূর্তে লন্ডনে গিয়ে চিকিৎসা করাচ্ছেন ক্রিকেটার। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী আথিয়া শেট্টি।
#KLRahul Spotted In Strip Club In UK During His Recovery pic.twitter.com/jMPzhraJqV
— Stroke0Genius🇮🇳 (@Stroke0Genius18) May 26, 2023
advertisement
তাঁর চিকিৎসা চলাকালীন হঠাৎ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, লাল আলো জ্বলছে ক্লাবে। নাচ-গান চলছে। বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন রাহুল। টেবিলের উপর মহিলারা অন্তর্বাস পরে নাচ করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চিকিৎসা চলাকালীন ইংল্যান্ডের স্ট্রিপ ক্লাবে দেখা গেল কেএল রাহুলকে।’ দাবি করা হল, এই ভিডিও সাম্প্রতিক সময়ের।
advertisement
ভিডিও ভাইরাল হতে না হতেই রাহুলকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁর খেলার পারফর্ম্যান্স থেকে শুরু করে জীবনযাপন, সব নিয়ে কথা শুনতে হয় রাহুলকে।
ক্রিকেটার এই বিষয়ে মুখ খুলতে রাজি না হলেও স্ত্রী, সুনীল শেট্টির কন্যা আথিয়া মাঠে নামেন স্বামীর পক্ষ নিতে। স্ট্রিপ ক্লাবে যাওয়ার গুঞ্জন নিয়ে ইনস্টাগ্রানে আথিয়া লেখেন, ‘সাধারণত আমি কোনও বিষয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু কখনও কখনও নিজের জন্য পক্ষ নেওয়া উচিত। রাহুল এবং আমি কয়েক জন বন্ধুর সঙ্গে এক জায়গায় খেতে গিয়েছিলাম। সেটি মোটেও স্ট্রিপ ক্লাব নয়। অপ্রাসঙ্গিক কথা বলা বন্ধ করুন। কোনও মন্তব্য করার আগে তথ্য জেনে নিন।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 11:39 AM IST