ফের শিল্প মহলে শোকের ছায়া, মাত্র ৪৭-এ শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাত্র ৪৭-এ শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী দীপা নায়ার
#দুবাই: মাত্র ৪৭-এ শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী দীপা নায়ার। দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় দীপা নায়ারের।
সংযুক্ত আরব আমিরশাহির সংস্কৃতি জগতে জনপ্রিয় মুখ ছিলেন ভারতীয় এই নৃত্যশিল্পী। বাড়ি কেরালাতে হলেও কর্মসূত্রে তিনি দুবাইয়েই থাকতেন, নাচের পাশাপাশি ছিলেন সফল ইভেন্ট ম্যানেজার।
দীপার স্বামী সুরজ মাসুদ জানান, 'করোনা ভাইরাসের জেরে চারপাশটা ভীষণ বিধ্বস্থ... এই কারণেই বোধহয় দীপাকে বাঁচাতে পারলাম না।' তিনি জানান, ২০১১ সালে পেটে অস্ত্রোপচারের পর থেকেই মাঝেমধ্যে অসুস্থ হতেন দীপা। মাঝেমধ্যেই পেটে ব্যাথা, ডায়ারিয়া হত। রবিবার ভোররাতে অসুস্থ হয়ে পড়লে, তাঁকে দুবাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ভর্তি ছিলেন ১৪০ জন করোনা আক্রান্ত রোগী, কাজেই ভর্তি নেওয়া যায়নি দীপাকে। করোনার কারণে আরও একটি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় দীপাকে। শেষ পর্যন্ত শহরের একটি ক্লিনিকে রাতভর ভর্তি থাকেন তিনি, পেইন কিলার দিয়ে সকালে ছেড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
সুরজ মাসুদ জানান, বাড়ি ফেরার পর ফের অসুস্থ হয়ে পড়েন দীপা। হাত-পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। হাসপাতালে বেড পাওয়া যাবে না, তাই পুলিশে ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়। কিন্তু ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, রবিবার বিকেল ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নৃত্যশিল্পীর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 9:09 PM IST

