Lok Sabha Election 2024: ২০মে পঞ্চম দফা নির্বাচনে এক নজরে উলুবেড়িয়া কেন্দ্র, পুরুষ-নারী-তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট কত ভোটার, জানুন বিশদে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Lok Sabha Election 2024: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করে বিশাল ব্যবধানের জয়লাভ করেন।
উলুবেড়িয়া: এক নজরে ২০২৪ লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র! পশ্চিমবঙ্গে ৪২টি সংসদীয় আসনের মধ্যে এটি একটি। হাওড়া জেলার অন্তর্গত এই লোকসভা কেন্দ্র। হাওড়া জেলা গ্রামীণের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। কলকারখানার শ্রমিক বিভিন্ন কুটির শিল্প এবং বহু মানুষ জরির কাজের সঙ্গে যুক্ত। এই কেন্দ্রের মানুষের প্রধান জীবিকা জরি শিল্প হলেও বর্তমানে এই শিল্পে যুক্ত থাকা মানুষের অচলাবস্থা। ক্রমেই জমির কাজের বাজার মন্দার ফলে, বাধ্য হয়ে অনেকেই বিভিন্ন কলকারখানা শ্রমিক রাজমিস্ত্রি উপার্জনের অন্যান্য পথ বেছে নিয়েছে। আজও জরির কাজের সুদিন ফেরার আশায় বহু মানুষ। এই ভোটের আগেও ভীষণ আশাবাদী একাংশ।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সাজদা আহমেদ ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়াই করে বিশাল ব্যবধানের জয়লাভ করেন। ২ লক্ষ ১ হাজার ২২২ ভোটের ব্যবধানে জয়ী হন। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের উলুবেড়িয়া কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদ।
advertisement
advertisement
একদিকে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। সব মিলিয়ে এবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে লড়াই করছেন। নির্বাচনের প্রচারে সমস্ত রাজনৈতিক দলেই দেখা গিয়েছে জোরদার প্রচার কর্মসূচি। তবে শেষ হাসি কে হাসছে, তা সময় বলবে।
advertisement
২০২৪ লোকসভা নির্বাচন ২৬ নং উলুবেড়িয়া লোকসভা বিধানসভা কেন্দ্র – শ্যামপুর, বাগনান, উদয়নারায়নপুর, আমতা, উলুবেড়িয়া উত্তর, উলুবেরড়িয়া দক্ষিণ এবং উলুবেড়িয়া পূর্ব (৭টি বিধানসভা কেন্দ্র)। নির্বাচনী প্রার্থী- ১২ জন, পুরুষ ভোটার- ৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ জন। মহিলা ভোটার- ৮ লক্ষ ৫৬ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গ ভোটার- ৫৭ জন। মোট ভোটার- ১৭ লক্ষ ৪১ হাজার ৪৩৮ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র- ১৮৬৩ টি।ক্রিটিক্যাল ভোট গ্রহণ কেন্দ্র- ৬৯৪টি। কেন্দ্রীয় বাহিনী- ১১০ কোম্পানি।রাজ্য পুলিশ- ৪২২৭ জন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 11:01 PM IST