কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, এগরা থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের নাগপুর থানার পুলিশ এগরা থানার পাঁচরোল থেকে এক যুবককে গ্রেফতার করেছে। কলকাতায় থাকত অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, তিনি আইটি এবং ল ফার্মে কাজ করতো।
পঙ্কজ দাশ রথী, এগরা, পূর্ব মেদিনীপুর: প্রায় ৭ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র পুলিশের নাগপুর থানার পুলিশ এগরা থানার পাঁচরোল থেকে এক যুবককে গ্রেফতার করেছে। কলকাতায় থাকত অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, তিনি আইটি এবং ল ফার্মে কাজ করতো। ১ বছর আগে ওই যুবক বাড়ি চলে আসে। নাগপুর থানায় এই যুবকের নামে আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ জমা পড়ে।
গত কাল গভীর রাতে অভিযুক্তকে বাড়ি থেকে নাগপুর থানার পুলিশ গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ৪ টি মোবাইল-সহ অনলাইন প্রতারণার প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ মহারাষ্ট্র নাগপুর পুলিশ ওই যুবকে কাঁথি আদালতে পেস করে এবং পুলিশ হেফাজতের জন্য আবেদন জানায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক বর্তমানে পঞ্জাব পুলিশের ডিআইজি পদে কর্মরত ছিলেন। ওই পুলিশ কর্তাকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্তার নাম হারচরণ সিং ভুল্লার। সেই ঘটনার নিয়ে তদন্তে নেমেই চাঞ্চল্য ছড়ায়। বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 7:08 PM IST