Lok Sabha Elections 2024: ‘৫০%-এর ঊর্ধ্বসীমা তুলে দেব..,’ মোদির জবাবে সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি রাহুলের, মধ্যপ্রদেশ থেকে দিলেন উত্তর

Last Updated:

এদিন মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল বলেন, ‘‘এই নির্বাচন হল সংবিধানকে বাঁচানোর নির্বাচন৷ বিজেপি, আরএসএস যা শেষ করে দিতে চায়৷ বদলে ফেলতে চায়৷ আমরা সেই সংবিধানকেই বাঁচানোর চেষ্টা করছি৷ ওরা জল, জঙ্গল, জমির উপরে আপনাদের অধিকার কে়ড়ে নিতে চায়৷’’

মধ্যপ্রদেশ: ক্ষমতায় এলে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ৫০ শতাংশ সংরক্ষণ নীতি তুলে দেবে কংগ্রেস৷ পরিবর্তে তফশিলি জাতি, উপজাতি তথা সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিনিধিদের জন্য যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই সংরক্ষণের নীতি প্রণয়ন করবে তাঁদের সরকার৷ সোমবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় একটি নির্বাচনী প্রচারসভার মঞ্চে দাঁড়িয়ে এমনই আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷
২০২৪ এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের ওয়ানাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল৷ ইতিমধ্যেই যে কেন্দ্রের ভোটপর্ব মিটে গিয়েছে৷ তবে গত সপ্তাহেই রাহুল গান্ধি ম তথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধির ছেড়ে যাওয়া আসন রায়বরেলি থেকেও কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷
advertisement
advertisement
এদিন মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল বলেন, ‘‘এই নির্বাচন হল সংবিধানকে বাঁচানোর নির্বাচন৷ বিজেপি, আরএসএস যা শেষ করে দিতে চায়৷ বদলে ফেলতে চায়৷ আমরা সেই সংবিধানকেই বাঁচানোর চেষ্টা করছি৷ ওরা জল, জঙ্গল, জমির উপরে আপনাদের অধিকার কে়ড়ে নিতে চায়৷’’
আরও পড়ুন: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…
রাহুলের কথায়, ‘‘প্রত্যেক আদিবাসী, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং দলিতদের বলিয়ান করেছে আমাদের সংবিধান৷ বিজেপির নেতাদের কথায় এটা স্পষ্ট যে ওরা ক্ষমতায় এলে এই বইকে পাশে সরিয়ে রেখে দেবে৷ সেই কারণেই এরা ৪০০র বেশি আসন পাওয়ার স্লোগান তোলে৷ ওরা ১৫০টাও আসন পাবে কি না সন্দেহ৷’’
advertisement
এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘ওদের নেতারা প্রচার করছে আমরা সংরক্ষণ তুলে দেব…আমরা সংরক্ষণ ৫০ শতাংশেরও বেশি বাড়াব৷ আদালতের ঠিক দেওয়া সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা সরিয়ে দেব আমরা৷ দলিত, আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ঠিক যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই রাখব আমরা৷’’
আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা
প্রসঙ্গত, গত ১ মে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, কংগ্রেস চায় ‘সংরক্ষণ তুলে দিয়ে তা সংখ্যালঘু সম্প্রদায়’কে দিয়ে দিতে৷ এদিন মোদির সেই মন্তব্যেরই সম্ভবত ‘উত্তর’ দিলেন রাহুল৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: ‘৫০%-এর ঊর্ধ্বসীমা তুলে দেব..,’ মোদির জবাবে সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি রাহুলের, মধ্যপ্রদেশ থেকে দিলেন উত্তর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement