Lok Sabha Elections 2024: ‘৫০%-এর ঊর্ধ্বসীমা তুলে দেব..,’ মোদির জবাবে সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি রাহুলের, মধ্যপ্রদেশ থেকে দিলেন উত্তর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল বলেন, ‘‘এই নির্বাচন হল সংবিধানকে বাঁচানোর নির্বাচন৷ বিজেপি, আরএসএস যা শেষ করে দিতে চায়৷ বদলে ফেলতে চায়৷ আমরা সেই সংবিধানকেই বাঁচানোর চেষ্টা করছি৷ ওরা জল, জঙ্গল, জমির উপরে আপনাদের অধিকার কে়ড়ে নিতে চায়৷’’
মধ্যপ্রদেশ: ক্ষমতায় এলে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ৫০ শতাংশ সংরক্ষণ নীতি তুলে দেবে কংগ্রেস৷ পরিবর্তে তফশিলি জাতি, উপজাতি তথা সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিনিধিদের জন্য যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই সংরক্ষণের নীতি প্রণয়ন করবে তাঁদের সরকার৷ সোমবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় একটি নির্বাচনী প্রচারসভার মঞ্চে দাঁড়িয়ে এমনই আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷
২০২৪ এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের ওয়ানাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল৷ ইতিমধ্যেই যে কেন্দ্রের ভোটপর্ব মিটে গিয়েছে৷ তবে গত সপ্তাহেই রাহুল গান্ধি ম তথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধির ছেড়ে যাওয়া আসন রায়বরেলি থেকেও কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷
advertisement
advertisement
এদিন মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল বলেন, ‘‘এই নির্বাচন হল সংবিধানকে বাঁচানোর নির্বাচন৷ বিজেপি, আরএসএস যা শেষ করে দিতে চায়৷ বদলে ফেলতে চায়৷ আমরা সেই সংবিধানকেই বাঁচানোর চেষ্টা করছি৷ ওরা জল, জঙ্গল, জমির উপরে আপনাদের অধিকার কে়ড়ে নিতে চায়৷’’
আরও পড়ুন: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি…
রাহুলের কথায়, ‘‘প্রত্যেক আদিবাসী, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং দলিতদের বলিয়ান করেছে আমাদের সংবিধান৷ বিজেপির নেতাদের কথায় এটা স্পষ্ট যে ওরা ক্ষমতায় এলে এই বইকে পাশে সরিয়ে রেখে দেবে৷ সেই কারণেই এরা ৪০০র বেশি আসন পাওয়ার স্লোগান তোলে৷ ওরা ১৫০টাও আসন পাবে কি না সন্দেহ৷’’
advertisement
এর পরেই রাহুলের মন্তব্য, ‘‘ওদের নেতারা প্রচার করছে আমরা সংরক্ষণ তুলে দেব…আমরা সংরক্ষণ ৫০ শতাংশেরও বেশি বাড়াব৷ আদালতের ঠিক দেওয়া সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা সরিয়ে দেব আমরা৷ দলিত, আদিবাসী এবং সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ঠিক যতটা সংরক্ষণ প্রয়োজন, ঠিক ততটাই রাখব আমরা৷’’
আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা
প্রসঙ্গত, গত ১ মে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, কংগ্রেস চায় ‘সংরক্ষণ তুলে দিয়ে তা সংখ্যালঘু সম্প্রদায়’কে দিয়ে দিতে৷ এদিন মোদির সেই মন্তব্যেরই সম্ভবত ‘উত্তর’ দিলেন রাহুল৷
Location :
Madhya Pradesh
First Published :
May 06, 2024 6:44 PM IST