ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি...

Last Updated:

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

রাঁচী: ঝাড়খণ্ডে ইডি-র তল্লাশি৷ উদ্ধার কোটি কোটি টাকা৷ আর সেই টাকা উদ্ধারকে সাক্ষী করেই আরও একবার দুর্নীতি দমনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা৷ তল্লাশিতে উদ্ধার হয় কমপক্ষে ২০ কোটি টাকা৷ তারপর থেকেই হিমন্ত সোরেন ও তাঁর দলের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করছেন বিজেপি রাজ্য তথা কেন্দ্রীয় নেতারা৷
এদিন ওড়িশার নবরঙ্গপুরে একটি প্রচারসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারসভায় বক্তৃতার সময় তাঁর মুখে উঠে আসে ঝাড়খণ্ডের টাকা উদ্ধার প্রসঙ্গ৷
আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা
মোদি বলেন, ‘‘আজ ঝাড়খণ্ড মে নোটো কা পাহাড়া মিল রাহা হ্যায়৷ মোদি ইস টেকিং অ্যাকশন এগেইস্ট কোরাপশন৷ (আজ ঝাড়খণ্ডে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোদি৷)’’
advertisement
advertisement
advertisement
ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’
আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন
যদিও আলমগীর আলমের দাবি, তাঁর কাছে এ বিষয়ে কোনও সরকারি তথ্য নেই৷ তিনি টেলিভিশন দেখেই যা জেনেছেন৷ তবে সঞ্জীব লাল তাঁর প্রশাসন নিযুক্ত আপ্ত সহায়ক৷ তিনি জানান, সঞ্জীব লাল একজন সরকারি কর্মী, তাঁর আগে আরও দুই মন্ত্রীর সচিব ছিলেন তিনি৷
advertisement
জানা গিয়েছে, বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং লুটের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতেই এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্রেই এদিনের এই তল্লাশি৷
বাংলা খবর/ খবর/দেশ/
ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement