Priya Ranjan Dasmunsi: তিনিই ছিলেন রাজনৈতিক গুরু! জেলার নেতাদের কাছে আজও টাটকা প্রিয়দার স্মৃতি 

Last Updated:

Priya Ranjan Dasmunsi: এখনও রয়ে গেছে স্মৃতি বিজারিত সেই প্রিয়রঞ্জন দাসমুন্সির বাড়ি।

+
প্রিয়রঞ্জন দাশমুন্সির

প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি

উত্তর দিনাজপুর: প্রার্থীদের রাজনৈতিক গুরু বা ‘মেন্টর’ হিসেবে এই নির্বাচনী বাজারে ফিরে আসছে প্রিয়রঞ্জন দাশমুন্সি স্মৃতি।একটা সময় প্রিয়দার বাড়ি ভোটের সময় গমগম করত।কিন্তু সব কিছুই যেন আজ ইতিহাস। আজ সবকিছুই শুনশান হয়ে শ্মশানের নিস্তব্ধতা পালন করছে। হারিয়ে গেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রিয় রঞ্জন দাশমুন্সির বাড়ির পাড়া শ্রী কলোনির শ্রী।
তবে এখনও রয়ে গেছে স্মৃতি বিজারিত সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি। রয়েছে বাড়িতে তিনি যেজায়গায় বসেসভা করতেন আর পাঁচ জনের সঙ্গে সেই দরবার সভার চেয়ার। দেওয়ালের চারিদিকেসেই সময়কার কিছু ফটো এ্যালবাম। সবকিছুই রয়েছে কিন্তু নেই সেই প্রিয়রঞ্জন। একটা সময় এই প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়িতেই লোকসভা থেকে বিধানসভা এমনকি পঞ্চায়েত থেকে পৌরসভা প্রতিটি ভোটের রণকৌশল তৈরি করতেন নিজেই তাঁর এই বাড়িতে বসে কর্মী সমর্থকদের নিয়ে।
advertisement
advertisement
শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন কোণ থেকে তাবড় তাবড় বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে শলা পরামর্শ করতেন আগামী দিনের জন্য। ১৯৪৫ সালের ১৩ ই নভেম্বর যার জন্ম হয়েছিল। সেই ব্যক্তি ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ নভেম্বর ২০১৭ সালে মারা যান। প্রিয়রঞ্জন দাশমুন্সি প্রথম লোকসভা নির্বাচনে জয়ী হন ১৯৭১ সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে। এরপর ১৯৮৯ সাল, ১৯৯১ সালে তিনি হেরে যান লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
advertisement
কিন্তু পরবর্তীতে ১৯৯৬ সালে হাওড়া থেকে পুনরায় তিনি লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ১৯৯৯ সাল এবং ২০০৪ সালে রায়গঞ্জ লোকসভা থেকে জয়ী হন। ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তকের মন্ত্রী থেকেও তার দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠা সহকারে। কিন্তু আজ সবকিছুই যেন ইতিহাস। তবুও আজও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের কাছে তিনি অভিভাবক হিসাবে গেঁথে রয়েছেন। তাই প্রতিবারের মতো এবার লোকসভা নির্বাচনে ও কর্মীদের সঙ্গে সঙ্গে বিরোধী নেতারাও কালিয়াগঞ্জ এসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
advertisement
— পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Priya Ranjan Dasmunsi: তিনিই ছিলেন রাজনৈতিক গুরু! জেলার নেতাদের কাছে আজও টাটকা প্রিয়দার স্মৃতি 
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement