Theatre Festival: জয়নগরে চলছে নাট্যমেলা! শীতের আমেজ গায়ে মেখে ডুবে যান নাটক দেখার আনন্দে
- Reported by:Suman Saha
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
South 24 Parganas Drama Festival: চারদিনের এই নাট্য মেলায় ছটি নাটক মঞ্চস্থ হচছে। প্রথম দিন নষ্ট নটী, দ্বিতীয় দিন তুরস্কের রূপকথা ও নীল সোনা,তৃতীয় দিন নষ্ট তারার গল্প ও পান্থ পাখি এবং শেষ দিন হৃদপিণ্ড নাটক মঞ্চস্থ হবে।
advertisement
advertisement
চারদিনের এই নাট্য মেলায় ছটি নাটক মঞ্চস্থ হচছে। প্রথম দিন নষ্ট নটী, দ্বিতীয় দিন তুরস্কের রূপকথা ও নীল সোনা,তৃতীয় দিন নষ্ট তারার গল্প ও পান্থ পাখি এবং শেষ দিন হৃদপিণ্ড নাটক মঞ্চস্থ হবে। জয়নগর মজিলপুর পৌরসভা থেকে তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই নাট্য মেলার শুভ সূচনা হয়।
advertisement
advertisement
advertisement







