Success Story: বাড়ির সামনে একফালি জমিতে গাঁদা চাষে লক্ষ্মীলাভ! ফুলগাছ রোপণের শখকে পেশায় পাল্টে শিক্ষিকা এখন সফল ফুলচাষি!

Last Updated:

Alipurduar Marigold Harvest:ফুল গাছ রোপণ করা নেশা ছিল তাঁর। বর্তমানে এই নেশাকেই পেশা হিসেবে নিয়েছেন হ্যামিল্টনগঞ্জ এলাকার  বাসিন্দা ভাইলেট জোজো। বেসরকারি স্কুলের শিক্ষকতা ছেড়ে শুরু করেছিলেন তিনি ফুল চাষ।আর এখন সেটাতেই লাভের মুখ দেখছেন তিনি। 

+
নার্সারিতে

নার্সারিতে ভাইলেট জোজো

কালচিনি, অনন্যা দে: ফুলগাছ রোপণ করা নেশা ছিল তাঁর। বর্তমানে এই নেশাকেই পেশা হিসেবে নিয়েছেন হ্যামিল্টনগঞ্জ এলাকার  বাসিন্দা ভাইলেট জোজো। বেসরকারি স্কুলের শিক্ষকতা ছেড়ে শুরু করেছিলেন তিনি ফুলচাষ।আর এখন সেটাতেই লাভের মুখ দেখছেন তিনি।
এলাকার কৃষকদেরও নতুন আয়ের পথ দেখালেন ফুলচাষি ভাইলেট জোজো। শিক্ষকতার পাশাপাশি, চাষবাসে আগাগোড়াই নেশা ছিল তাঁর।বাড়ির সামনের জমিতে করতেন ধান চাষও।তবে হাতির তাণ্ডবে সেই ধানও ঘরে তোলা দায় হয়ে দাঁড়িয়েছিল বলে জানান তিনি।পাশাপাশি, ধানের মতো ফসল চাষে পরিশ্রমও অনেক। সেজন্যই গত অগাস্ট মাসে সেই চাষের জমিতেই গাঁদা ফুল চাষ শুরু করেছিলেন ভাইলেট।তবে তার এক দুমাস বাদে উৎসবের মরশুম শুরু হতেই বৃদ্ধি পায় ভাইলেটের চাষ করা সেই ফুলের চাহিদা। একে একে প্রচুর ক্রেতা ফুল কেনার জন্য ভিড় জমান। দুর্গাপুজো,কালীপুজো, ছটপুজোর মতো উৎসবের দিনে নিজের চাষ করা ফুল বিক্রি করে ব্যাপক লাভবান হয়েছেন বলেও দাবি ভাইলেট জোজোর। তিনি জানান, ” উৎসবের মরশুমের পাশাপাশি, এখন বিয়ের মরশুমও চলছে।ফলে আমার নার্সারির ফুলের চাহিদাও বেড়ে চলেছে। আর এই কারণেই এখন শিক্ষকতা ছেড়ে পুরোপুরি মনোনিবেশ করেছি এই ফুল চাষে।আর একে কেন্দ্র করেই নার্সারিও তৈরি করেছি। “
advertisement
আরও পড়ুন : পথের দু’পাশে কয়েকশো উনুনে চাপানো হাঁড়ি-কড়াই থেকে উঠছে ধোঁয়া! হেমন্তের রান্নাপুজোয় মাতোয়ারা ফুলতলা
যেখানে প্রায় ৫০টি প্রজাতির গাছ রয়েছে।কালচিনি ব্লকের এরকম চাষ এর পূর্বে হয়নি বলেও দাবি কৃষকদের। এ বিষয়ে ভাইলেট জোজো আরও জানান, ধান চাষ ছেড়ে দেওয়ার কোনও আফসোস নেই। উল্টো আগের তুলনায় পরিশ্রম কমেছে এবং আয় অনেকটাই বেড়েছে।এছাড়া ক্রেতাদের সাড়াও মিলছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: বাড়ির সামনে একফালি জমিতে গাঁদা চাষে লক্ষ্মীলাভ! ফুলগাছ রোপণের শখকে পেশায় পাল্টে শিক্ষিকা এখন সফল ফুলচাষি!
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement