হোম /খবর /নির্বাচন /
ত্রিপুরার জনসাধারণকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহবান মোদির, যুবদের বিশেষ বার্তা

Tripura Assembly Election 2023 Polls: ত্রিপুরার জনসাধারণকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহবান মোদির, যুবদের জন্য বিশেষ বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সর্বাধিক সংখ্যক নাগরিককে ভোট দেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটে যুবদের জন্য দিলেন বিশেষ বার্তা৷

  • Share this:

আগরতলা: সকাল ৭টা থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ সর্বাধিক সংখ্যক নাগরিককে ভোট দেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটে যুবদের জন্য দিলেন বিশেষ বার্তা৷

দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা? আজ এই সিদ্ধান্তই নেবেন ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷ এদিন ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ লেখেন, ত্রিপুরার সকল ভাই ও বোনেদের কাছে অনুরোধ যে, শান্তি ও অগ্রগতির ধারা ইতিমধ্যেই বয়ে চলেছে তাকে অব্যাহত রাখতে এবং একটি প্রগতিশীল সরকার গড়তে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। বেরিয়ে আসুন এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়তে ভোট দিন।-

আরও পড়ুন: বিধানসভায় ম্যাজিক ফিগার নিয়েই ফিরবে বিজেপি, আত্মবিশ্বাসী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

গোটা রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা লড়ছেন টাউন বরদৌলি কেন্দ্র থেকে৷ আগরতলার তুলসিবাথি হাইস্কুলে ভোট দেবেন তিনি৷ এক বছর আগে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছিল, তা সঠিক না ভুল, এই নির্বাচন সেই প্রশ্নেরও উত্তর দেবে৷

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর
Published by:Rachana Majumder
First published:

Tags: PM Narendra Modi, Tripura Assembly Election 2023