Kerala Exit Poll Result 2024 : কেরলে কংগ্রেসের কেরামতি, পিছিয়ে দ্বিতীয় বামেরা, কোনওক্রমে খাতা খুলতে পারে BJP! ইঙ্গিত এক্সিট পোলে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kerala Exit Poll Result 2024: কেরলের ২০ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে ২৬ এপ্রিল। ১-৩টি আসন পাবে বিজেপি। কংগ্রেস একাই ১২-১৫টি আসন পেতে পারে। এক্সিট পোল অনুসারে বিজেপি/এনডিএ ১-৩ আসন নিয়ে তাদের খাতা খুলতে পারে। এলডিএফ ২-৫ আসন পাবে।
নয়াদিল্লিঃ কেরলের ২০ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে ২৬ এপ্রিল। নিউজ ১৮ মেগা এক্সিট পোলের হিসেব অনুযায়ী, এ বারে ২০ আসনের মধ্যে ১-৩টি আসন পাবে বিজেপি। কংগ্রেস একাই ১২-১৫টি আসন পেতে পারে। এক্সিট পোল অনুসারে বিজেপি/এনডিএ ১-৩ আসন নিয়ে তাদের খাতা খুলতে পারে। এলডিএফ ২-৫ আসন পাবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণের এই রাজ্যগুলির মোট ১৩১ আসনের মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ৩৪ থেকে ৩৬ আসন, এনডিএ জোট পেতে পারে ৫১-৫৪ আসন, কংগ্রেস পেতে পারে ৩১-৩৪ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৬৪ থেকে ৬৭ আসন, অন্যরা পেতে পারে ১৪-১৭ আসন৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে
২০১৯-এর নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১৯ আসনে জয়লাভ করে। সিপিএম-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) একটি আসন জিতেছিল। তবে বর্তমানে রাজ্যে প্রভাব বাড়তে থাকায় বিজেপিকে উদীয়মান তৃতীয় শক্তি হিসাবে দেখা হচ্ছে। তিরুবনন্তপুরমে বর্তমান সাংসদ শশী থারুর (কংগ্রেস), কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (বিজেপি) এবং সিপিআই-এর পান্নিয়ান রবীন্দ্রন এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন। রাহুল গান্ধি সহজেই ওয়ানাড থেকে জয়ী হতে পারেন।
advertisement
উল্লেখ্য, অন্তত ২৯৫ আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷’
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 7:20 PM IST