Mallikarjun Kharge: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে

Last Updated:

এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা৷ যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনও প্রতিনিধি৷

দিল্লিতে বৈঠকের পর ইন্ডিয়া জোটের নেতারা৷
দিল্লিতে বৈঠকের পর ইন্ডিয়া জোটের নেতারা৷
নয়াদিল্লি: অন্তত ২৯৫টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই দাবি করছেন তাঁরা৷
মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷ আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই দাবি করছি৷’
advertisement
advertisement
এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা৷ যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনও প্রতিনিধি৷
advertisement
কংগ্রেস সভাপতি অবশ্য আরও দাবি করেছেন, ইন্ডিয়া জোটের সব শরিক দল ঐক্যবদ্ধই রয়েছে৷ খাড়গের কথায়, ‘আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব৷ আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না৷’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি, ইন্ডিয়া জোট ২৯৫-এর বেশি আসন পাবে৷ বিজেপি ২২০-র কাছাকাছি আসন পেতে পারে, এনডিএ ২৩৫টির মতো আসন পাবে৷ ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে৷’
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এ দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শরদ পাওয়ারের মতো বিরোধী জোটের শরিক দলগুলির গুরুত্বপূর্ণ নেতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন, ১ জুন পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট থাকায় তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে পারবেন না৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, সনিয়া গান্ধিও৷
advertisement
বৈঠক শেষে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘আমরা ২৯৫-এর বেশি আসনে জিতছি৷ বিজেপি-র চারশোর বেশি আসনে জয়ী হওয়ার যে সিনেমা, সেটা প্রথম দফার ভোটের পরই ফ্লপ হয়ে গিয়েছে৷’
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mallikarjun Kharge: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement