Mallikarjun Kharge: অন্তত ২৯৫+ আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট: মল্লিকার্জুন খাড়গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা৷ যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনও প্রতিনিধি৷
নয়াদিল্লি: অন্তত ২৯৫টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট৷ এ দিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর দাবি, সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন, তার ভিত্তিতেই এই দাবি করছেন তাঁরা৷
মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘কোনও বিভ্রান্তি নেই, বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই৷ আমাদের হিসেব বলছে, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হতে চলেছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না৷ আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই দাবি করছি৷’
advertisement
#WATCH | Delhi: After the INDIA alliance leaders meet, Congress National President Mallikarjun Kharge says, “… INDIA Alliance will win at least 295 seats.” pic.twitter.com/ROy2n1EnOa
— ANI (@ANI) June 1, 2024
advertisement
এ দিন দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা৷ যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনও প্রতিনিধি৷
advertisement
কংগ্রেস সভাপতি অবশ্য আরও দাবি করেছেন, ইন্ডিয়া জোটের সব শরিক দল ঐক্যবদ্ধই রয়েছে৷ খাড়গের কথায়, ‘আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব৷ আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না৷’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ‘সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি, ইন্ডিয়া জোট ২৯৫-এর বেশি আসন পাবে৷ বিজেপি ২২০-র কাছাকাছি আসন পেতে পারে, এনডিএ ২৩৫টির মতো আসন পাবে৷ ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে৷’
advertisement
VIDEO | Lok Sabha Elections 2024: “After taking feedback from everywhere, we believe that the INDIA bloc will win more than 295 seats, while the BJP will get around 220 seats. The NDA, meanwhile, will get around 235 seats. The INDIA bloc is moving forward to form a strong… pic.twitter.com/cEYaWdVDSp
— Press Trust of India (@PTI_News) June 1, 2024
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এ দিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শরদ পাওয়ারের মতো বিরোধী জোটের শরিক দলগুলির গুরুত্বপূর্ণ নেতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন, ১ জুন পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট থাকায় তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে পারবেন না৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, সনিয়া গান্ধিও৷
advertisement
বৈঠক শেষে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘আমরা ২৯৫-এর বেশি আসনে জিতছি৷ বিজেপি-র চারশোর বেশি আসনে জয়ী হওয়ার যে সিনেমা, সেটা প্রথম দফার ভোটের পরই ফ্লপ হয়ে গিয়েছে৷’
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 5:49 PM IST