Lok Sabha Election 2024: আসবেন প্রধানমন্ত্রী! তার আগেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়ার এই মাঠ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
জগদ্দল পেপার মিল ময়দানে প্রধানমন্ত্রীর সভার মাঠ দেখতে হাজির হয়েছিলেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর মধ্যে দিয়ে যেন সৌজন্যের রাজনীতি দেখল ব্যারাকপুর মহকুমার মানুষজন।
উত্তর ২৪ পরগনা: জগদ্দল পেপার মিল ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সভার মাঠ ঘিরেই এখন যত কান্ড। তবে এবার সেই মাঠেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়া। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার তরফে মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেবার অভিযোগ তোলে বিজেপি। তারপর তড়িঘড়ি মাঠ ঠিক করার কাজে নামে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন এসপিজির তরফ থেকেও মাঠ পরিদর্শন করা হয়। দেশের প্রধানমন্ত্রী আসছেন জেলায়, তাই প্রধানমন্ত্রীর সভার মাঠ দেখতে হাজির হয়েছিলেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর মধ্যে দিয়ে যেন সৌজন্যের রাজনীতি দেখল ব্যারাকপুর মহকুমার মানুষজন।
যদিও, জগদ্দলের বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তারা জগদ্দলের বিধায়কের উদ্দেশ্যে জয়শ্রী রাম স্লোগান দিতে থাকেন। সোমনাথ শ্যাম বলেন, মাঠে আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ উনি আমাদের প্রধানমন্ত্রী। যতক্ষণ তিনি মঞ্চে না উঠছেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী। মঞ্চে উঠে বিজেপির বক্তা, সুতরাং মাঠে আসাটা আমরা কর্তব্যের মধ্যে পড়ে, তাই তিনি এই সভার মাঠ পরিদর্শনে এসেছেন বলেও জানান। পাশাপাশি এদিন মাঠ পরিদর্শন আসেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ও। তিনি বলেন, খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেভেল করা হচ্ছে। কিন্তু পুরসভার তরফে কোনও সহযোগিতা করা হয়নি। উল্টে পুরসভা মাঠটি খুঁড়ে দিয়েছে। পেপার মিল কর্তৃপক্ষের মাঠ খুঁড়ে দেওয়া সত্ত্বেও, মিল কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এখন কড়া নিরাপত্তায় মোড়া হচ্ছে গোটা এলাকা।
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2024 5:20 PM IST