BJP Rekha Patra: নজরে সন্দেশখালির রেখা পাত্র! কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? হলফনামার তথ্য
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
BJP Rekha Patra: রেখা পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? বছরের শুরু থেকে রাজ্যে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গ্রামের বধূ রেখা পাত্র।
*রেখা পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? বছরের শুরু থেকে রাজ্যে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সেই সন্দেশখালি বিধানসভা, যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গ্রামের বধূ রেখা পাত্র। রেখা পাত্রই ২০২৪ লোকসভা নির্বাচনে আলোচিত প্রার্থী। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা।
advertisement
advertisement
advertisement
*বৃহস্পতিবার রেখা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় যে পরিমাণ সম্পত্তি এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনও তথ্য নেই। রেখা পাত্রের পাশাপাশি তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও কোনও তথ্য নেই। তবে রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রেখা পাত্র হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নগদ মাত্র ৩০০০ টাকা।
advertisement
advertisement
*রেখা পাত্র ও তাঁর স্বামীর কোন ফিক্সড ডিপোজিট, জুয়েলারি ও কোনও ব্যক্তিগত গাড়ি নেই। রেখা পাত্র ও তাঁর স্বামী সন্দীপ পাত্র দু'জনেরই চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। তাঁদের নামে কোনও ঋণ নেই। হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামায় জানিয়েছেন, তিনি নিজে গৃহবধূ। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক।







