Mamata Banerjee: ‘সেখানে নাকি সোনা আর টাকা আছে..,’ অভিষেকের কপ্টারে আয়কর হানা নিয়ে বিস্ফোরক মমতা

Last Updated:

এদিন দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে ওই হেলিকপ্টারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে আসেন। তাঁরা জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছিল। যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তল্লাশির কাজ শুধু অভিষেক নয়, নির্বাচনের সময় সব নেতানেত্রীদের ক্ষেত্রেই হচ্ছে।

উত্তরবঙ্গ: চলতি সপ্তাহের শুক্রবারই চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ৷ আর ভোট ঘিরে ইতিমধ্যেই তাততে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি৷ তার মধ্যে গত রবিবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি ঘিরে রীতিমতো তোলপাড় বাংলা৷
গত রবিবারই তাংর কপ্টারে আয়কর আধিকারিকদের তল্লাশির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর আজ, সোমবার কোচবিহারের সভা থেকে বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন তৃণমূলনেত্রী৷
কোচবিহারের সভামঞ্চে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় এজেন্সিকে অনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে ‘ব্যবহার’ করার অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘অভিষেকের হেলিকপ্টার আইটি তল্লাশি করতে পাঠিয়ে দিলেন। অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে।  বিজেপি নেতারা তাদের বিমানে নিয়ে আসে। কেন্দ্রীয় এজেন্সির সাহস আছে তাদের বিমান তল্লাশি করার?’’
advertisement
advertisement
আরও পড়ুন: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি! হলদিয়ায় যাওয়ার আগের দিনই রেইড..বিস্ফোরক পোস্ট তৃণমূলনেতার
এরপরেই মমতার মন্তব্য, ‘‘সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব।’’
প্রসঙ্গত, আয়কর হানার বিষয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে নালিশ করেছে তৃণমূল৷ ইতিমধ্যেই অভিষেকের হলদিয়া যাওয়ার আগে তাঁর কপ্টার পরিদর্শন করে গিয়েছেন খোদ নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।
advertisement
এদিন দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবে ওই হেলিকপ্টারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে আসেন। তাঁরা জানান, তাঁদের সেখানে যেতে বলা হয়েছিল। যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তল্লাশির কাজ শুধু অভিষেক নয়, নির্বাচনের সময় সব নেতানেত্রীদের ক্ষেত্রেই হচ্ছে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লিখেছিলেন, ‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ কিছুই পাওয়া যায়নি’।
advertisement
আরও পড়ুন: ইজরায়েলের জাহাজে ১৭ জন ভারতীয়, আটক ইরানের হাতে! তৎপর দিল্লি…তড়িঘড়ি ফোন বিদেশমন্ত্রীর, কী জানাল ইরান?
তৃণমূল সূত্রের খবর, হলদিয়ায় জনসভা করার আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। ওই কপ্টারের প্রতিটা কোণায় তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা৷ প্রত্যেকটা ব্যাগেও তল্লাশি চালানো হয়৷ কিন্তু, তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছেন অভিষেক৷ এখানেই শেষ নয়, এরপর দীর্ঘক্ষণ সেই কপ্টারের পরীক্ষামূলক উড়ান আটকে রাখা হয় বলেও অভিযোগ৷
advertisement
এমনকি, যখন এই গোটা বিষয়টির কার্যকারণ সম্পর্কে আয়কর আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন অভিষেকের নিরাপত্তা কর্মীরা, তখন দু’পক্ষের বচসা বাঁধে৷ বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটিকে বেআইনি ভাবে আটকে রাখার হুমকিও নাকি দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকেরা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘সেখানে নাকি সোনা আর টাকা আছে..,’ অভিষেকের কপ্টারে আয়কর হানা নিয়ে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement