Lok Sabha Elections 2024: ফের নজরে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোট দিতে বাধা তৃণমূল এজেন্টের? বড় অভিযোগ বিজেপির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Lok Sabha Elections 2024 Sandeshkhali: সন্দেশখালি কর্ণ খালি ১৭১ নম্বর বুথে বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী, রেখা পাত্রের অভিযোগ এক মহিলা সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট।
বসিরহাট: রাজ্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও ফের নজরে সন্দেশখালি। বিজেপি প্রার্থী রেখা ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ।
সন্দেশখালি কর্ণ খালি ১৭১ নম্বর বুথে বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট দেওয়ার সময় তৃণমূলের এজেন্ট বাধা দেয় বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী, রেখা পাত্রের অভিযোগ এক মহিলা সঙ্গে বুথের মধ্যে কথা বলছিলেন তৃণমূল এজেন্ট। তার প্রতিবাদ করাতেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাধে তৃণমূল এজেন্টের।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়! একাধিক এলাকায় বোমাবাজি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে বছরের প্রথম থেকে খবরের শিরোনামে থাকা সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেই সন্দেশখালীতে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরগরম হয়েছে। যেখানকার স্থানীয় রাজনীতি দেশের রাজনৈতিক মহলে সাড়া পড়েছে। কেবল রাজ্য নয় দেশের চোখ থাকবে এই লোকসভা কেন্দ্রের দিকেই।
advertisement
বর্তমান পরিস্থিতিও ভোটের অংক নিয়ে প্রধানত বিজেপি-তৃণমূলের এবার হাড্ডা হাড্ডি লড়াই। লড়াইয়ে পিছিয়ে নেই বাম শিবিরও। বসিরহাট লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট বরাবরই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে ভোটযুদ্ধের লড়াই শেষ হাসি কি হাসে তা সময়ই বলবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 10:20 AM IST