TMC: তৃণমূলের একেবারে ব্যতিক্রমী পদক্ষেপ! লোকসভার আগে বেনজির উদ্যোগ, বেজায় সাড়া রাজ্যে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
TMC: দুর্গাপুজোয় নয়, রাজ্যে প্রথম কোন প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যবহার হবে থিম সং। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তা ব্যবহার করা হবে।
বারাসত: দুর্গাপুজোর ধাঁচেই এ বার ভোটযুদ্ধে রাজ্যে প্রথম ‘থিম সং’। তার মাধ্যমেই হবে নির্বাচনী প্রচার। একেবারে সিনেমার ধাঁচে এই থিম সং তৈরি করেছেন টলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে-সহ বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের-সহ সভাপতি সোহম পাল। ইতিমধ্যেই গানের রেকর্ডিং শেষ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই ভিডিও আকারেও আসতে পারে এই থিম সং।
বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তাঁর নির্বাচনী প্রচারের জন্য তৈরি হয়েছে এই ‘থিম সং’। যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’। যদিও গানটি লিখেছেন ছাত্র নেতা সোহম নিজেই। নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ একটি পাতা বা ফুলই যথেষ্ট! ঝোপে জন্মানো এই গাছ পাইলসের মহাশত্রু, জেনে নিয়ে আজই খান
প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নমূলক কার্যাবলী গুলি জনসাধারণের কাছে সহজ সরলভাবে ফুটিয়ে তোলাই এই গানের মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন চব্বিশের নির্বাচনী প্রচারে ‘থিম সং’-র ব্যবহার এই প্রথম। তাই স্বাভাবিকভাবেই গানটি জনমানসে ব্যাপক সাড়া ফেলবে বলেই আশাবাদী গানের নির্মাতা থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরাও। গানে উল্লেখ রয়েছে সাংসদের নানা উন্নয়নের কথা।
advertisement
advertisement
অন্ধকারাচ্ছন্ন বারাসত শহরকে আলোকিত করা, বারাসতের জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরকরণ, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়ক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো-সহ নানা কর্মকাণ্ড। একেবারে টলিউডের কায়দায় তৈরি হয়েছে গানের মিউজিক। একাধিক বাদ্যযন্ত্রের ব্যবহার, মন ছোঁয়া কণ্ঠস্বর, অসাধারণ সুর সবমিলিয়ে গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করবে বলেই দাবি নির্মাতার। ইতিমধ্যেই গানটি বিভিন্ন প্রচার মাধ্যমে সাড়া ফেলেছে। আর তাতে মানুষের সাড়া ভালই পড়েছে বলেই দাবি তৃণমূল কর্মী সমর্থকদের।
advertisement
সাংসদের পছন্দ হয়েছে গানটি, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। তবে নির্বাচনী বৈতরণী পার করতে কাকলি ঘোষ দস্তিদার এই থিম সং কতটা সাহায্য করে এখন সেটাই দেখার। আর তার জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের।
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2024 5:09 PM IST