Piles: একটি পাতা বা ফুলই যথেষ্ট! ঝোপে জন্মানো এই গাছ পাইলসের মহাশত্রু, জেনে নিয়ে আজই খান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Health Care: আয়ুর্বেদে এই গাছের পাতা, শিকড় ও বীজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্যারালাইসিস, ডায়াবেটিস, জ্বরের মতো রোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*অতিবলায় শ্লেষ্মা পাতলা করার বৈশিষ্ট্যও উপস্থিত রয়েছে। এটি খেলে কাশির সঙ্গে ভিতরে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে আসে এবং রোগ গোড়া থেকে সেরে যায়। অতিবলা থেকে প্রাপ্ত উপরোক্ত গুণগুলি মূলত ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি এবং কিছু গবেষণার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কারণ এর প্রভাব একেক জনের শরীরে একেক রকম হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*এটি শরীরের দুর্বলতা দূর করতে কার্যকরঃ ডা. মহেশ্বরী জানান, কেউ শারীরিক দুর্বলতা অনুভব করলে অতিবলার গুঁড়ো ঘিয়ে ভেজে খেতে পারেন। এতে তাঁদের শারীরিক দুর্বলতা সঙ্গে সঙ্গে দূর হবে। সেই সঙ্গে নাক-মুখ থেকে রক্তপাতের মতো সমস্যা হলেও এই গাছের মূলের ক্বাথ পান করলে আরাম পাওয়া যায়। ক্ষত ও আঘাতের স্থানে এর পাতার পেস্ট লাগালে ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি।