Piles: একটি পাতা বা ফুলই যথেষ্ট! ঝোপে জন্মানো এই গাছ পাইলসের মহাশত্রু, জেনে নিয়ে আজই খান

Last Updated:
Health Care: আয়ুর্বেদে এই গাছের পাতা, শিকড় ও বীজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্যারালাইসিস, ডায়াবেটিস, জ্বরের মতো রোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
1/11
*আয়ুর্বেদিক চিকিৎসায় এমন অনেক উদ্ভিদের ব্যবহার রয়েছে, যা শরীরের অনেক মারাত্মক রোগের ওষুধ হিসেবে কাজ করে। এর মধ্যে অতিবলা নামে একটি উদ্ভিদও রয়েছে, যা অনেক রোগে ব্যবহৃত হয়। সংগৃহীত ছবি। 
*আয়ুর্বেদিক চিকিৎসায় এমন অনেক উদ্ভিদের ব্যবহার রয়েছে, যা শরীরের অনেক মারাত্মক রোগের ওষুধ হিসেবে কাজ করে। এর মধ্যে অতিবলা নামে একটি উদ্ভিদও রয়েছে, যা অনেক রোগে ব্যবহৃত হয়। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*এই গাছটি সাধারণত রাস্তার পাশে ঝোপঝাড়ে পাওয়া যায়। কিন্তু আয়ুর্বেদে এর পাতা, শিকড় ও বীজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্যারালাইসিস, ডায়াবেটিস, জ্বরের মতো রোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সংগৃহীত ছবি। 
*এই গাছটি সাধারণত রাস্তার পাশে ঝোপঝাড়ে পাওয়া যায়। কিন্তু আয়ুর্বেদে এর পাতা, শিকড় ও বীজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি প্যারালাইসিস, ডায়াবেটিস, জ্বরের মতো রোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সংগৃহীত ছবি। 
advertisement
3/11
*হলদে ফুলযুক্ত অতিবলা একটি খুব সুন্দর দেখতে উদ্ভিদ। এর পাতার স্বাদ কিছুটা মশলাদার এবং কিছুটা তিক্ত। এটি দেশে আরও নানা নামে পরিচিত। অতিবলা উদ্ভিদে অগণিত স্বাস্থ্য উপকারী বৈশিষ্ট্য পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*হলদে ফুলযুক্ত অতিবলা একটি খুব সুন্দর দেখতে উদ্ভিদ। এর পাতার স্বাদ কিছুটা মশলাদার এবং কিছুটা তিক্ত। এটি দেশে আরও নানা নামে পরিচিত। অতিবলা উদ্ভিদে অগণিত স্বাস্থ্য উপকারী বৈশিষ্ট্য পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*ফিরোজাবাদ আয়ুষ উইং হাসপাতালের চিকিৎসক ডা. কবিতা মহেশ্বরী লোকাল নিউজ 18-কে বলেছেন, অতিবলা রাস্তার পাশে জন্মানো একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর ঔষধি নাম আবুটিলন ইন্ডিকাম। সংগৃহীত ছবি। 
*ফিরোজাবাদ আয়ুষ উইং হাসপাতালের চিকিৎসক ডা. কবিতা মহেশ্বরী লোকাল নিউজ 18-কে বলেছেন, অতিবলা রাস্তার পাশে জন্মানো একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর ঔষধি নাম আবুটিলন ইন্ডিকাম। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*এই ফল গোলাকার এবং প্রান্তে চিরুনির মতো দাঁত থাকে। তাই অনেক স্থানেই এটিকে চিরুনি গাছও বলা হয়। আয়ুর্বেদে এটি অনেক রোগে সারাতে ব্যবহার করা হয়। সংগৃহীত ছবি। 
*এই ফল গোলাকার এবং প্রান্তে চিরুনির মতো দাঁত থাকে। তাই অনেক স্থানেই এটিকে চিরুনি গাছও বলা হয়। আয়ুর্বেদে এটি অনেক রোগে সারাতে ব্যবহার করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*এই সব রোগে এটি কার্যকরঃ ডা. কবিতা মহেশ্বরী জানিয়েছেন যে, এটি স্নায়ুজনিত রোগের টনিক। এটি প্যারালাইসিস বা ফেসিয়াল পালসিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই ওষুধটি ডায়াবেটিসেও উপশম দেয়। এর পাতা ও শিকড়ের ক্বাথ পান করলে কিডনিতে পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*এই সব রোগে এটি কার্যকরঃ ডা. কবিতা মহেশ্বরী জানিয়েছেন যে, এটি স্নায়ুজনিত রোগের টনিক। এটি প্যারালাইসিস বা ফেসিয়াল পালসিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই ওষুধটি ডায়াবেটিসেও উপশম দেয়। এর পাতা ও শিকড়ের ক্বাথ পান করলে কিডনিতে পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*অতিবলা পাতার ক্বাথ পান করলে প্রস্রাবের রোগ নিরাময় হয়। এর বীজ ভিজিয়ে পিষে পান করলে পেট সংক্রান্ত সমস্যা দূর হয়। সেই সঙ্গে প্রচণ্ড জ্বর হলে মূলের ক্বাথ শুকনো আদার সঙ্গে মিশিয়ে পান করলে জ্বর কমে যায়। সংগৃহীত ছবি। 
*অতিবলা পাতার ক্বাথ পান করলে প্রস্রাবের রোগ নিরাময় হয়। এর বীজ ভিজিয়ে পিষে পান করলে পেট সংক্রান্ত সমস্যা দূর হয়। সেই সঙ্গে প্রচণ্ড জ্বর হলে মূলের ক্বাথ শুকনো আদার সঙ্গে মিশিয়ে পান করলে জ্বর কমে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*এই গাছটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বহু ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। অতিবলা গাছের পাতা, ফুল এবং বীজে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর গুণাবলী উপস্থিত রয়েছে। তাই এটি ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয়। আজকাল বাজারে অতিবলা পাতার গুঁড়োও পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*এই গাছটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বহু ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। অতিবলা গাছের পাতা, ফুল এবং বীজে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর গুণাবলী উপস্থিত রয়েছে। তাই এটি ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয়। আজকাল বাজারে অতিবলা পাতার গুঁড়োও পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*স্টোন প্রতিরোধেও সহায়কঃ আয়ুর্বেদ অনুসারে, অতিবলার পাতা ও শিকড়ের বিশেষ গুণ রয়েছে। এর কারণে এটি শরীরে হওয়া স্টোনের সমস্যা কমায়।
*স্টোন প্রতিরোধেও সহায়কঃ আয়ুর্বেদ অনুসারে, অতিবলার পাতা ও শিকড়ের বিশেষ গুণ রয়েছে। এর কারণে এটি শরীরে হওয়া স্টোনের সমস্যা কমায়।
advertisement
10/11
*অতিবলায় শ্লেষ্মা পাতলা করার বৈশিষ্ট্যও উপস্থিত রয়েছে। এটি খেলে কাশির সঙ্গে ভিতরে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে আসে এবং রোগ গোড়া থেকে সেরে যায়। অতিবলা থেকে প্রাপ্ত উপরোক্ত গুণগুলি মূলত ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি এবং কিছু গবেষণার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কারণ এর প্রভাব একেক জনের শরীরে একেক রকম হতে পারে। সংগৃহীত ছবি।
*অতিবলায় শ্লেষ্মা পাতলা করার বৈশিষ্ট্যও উপস্থিত রয়েছে। এটি খেলে কাশির সঙ্গে ভিতরে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে আসে এবং রোগ গোড়া থেকে সেরে যায়। অতিবলা থেকে প্রাপ্ত উপরোক্ত গুণগুলি মূলত ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি এবং কিছু গবেষণার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কারণ এর প্রভাব একেক জনের শরীরে একেক রকম হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*এটি শরীরের দুর্বলতা দূর করতে কার্যকরঃ ডা. মহেশ্বরী জানান, কেউ শারীরিক দুর্বলতা অনুভব করলে অতিবলার গুঁড়ো ঘিয়ে ভেজে খেতে পারেন। এতে তাঁদের শারীরিক দুর্বলতা সঙ্গে সঙ্গে দূর হবে। সেই সঙ্গে নাক-মুখ থেকে রক্তপাতের মতো সমস্যা হলেও এই গাছের মূলের ক্বাথ পান করলে আরাম পাওয়া যায়। ক্ষত ও আঘাতের স্থানে এর পাতার পেস্ট লাগালে ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*এটি শরীরের দুর্বলতা দূর করতে কার্যকরঃ ডা. মহেশ্বরী জানান, কেউ শারীরিক দুর্বলতা অনুভব করলে অতিবলার গুঁড়ো ঘিয়ে ভেজে খেতে পারেন। এতে তাঁদের শারীরিক দুর্বলতা সঙ্গে সঙ্গে দূর হবে। সেই সঙ্গে নাক-মুখ থেকে রক্তপাতের মতো সমস্যা হলেও এই গাছের মূলের ক্বাথ পান করলে আরাম পাওয়া যায়। ক্ষত ও আঘাতের স্থানে এর পাতার পেস্ট লাগালে ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement