Arjun Singh: তেড়ে গেলেন অর্জুন! টিটাগড় থেকে কাঁচরাপাড়া, দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা, দিলেন চাকরি খেয়ে নেওয়ার হুমকিও

Last Updated:

এদিন সংবাদমাধ্যমের সামনেই অর্জুন সিংকে হুমকি দিতে দেখা যায় এক যুবককে। উল্লেখ্য এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন অর্জুন। আর তা শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনেই অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন।

ব্যারাকপুর: টিটাগড় থেকে কাঁচরাপাড়া৷ ভোটের দিন বেরিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে৷ উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ দেখানো হল কালো পতাকাও৷ এমনকি, মহিলাদের বিক্ষোভের মুখেও পড়েন অর্জুন৷
ভোটে তপ্ত বারাকপুর। অর্জুন সিং-কে দেখে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। মহিলা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন অর্জুন সিং৷ অভিযোগ, তার আগেই এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু, অর্জুন সিং এলাকায় পৌঁছতেই একদল যুবক তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন৷ কথা পাল্টা কথায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার! বললেন, ‘ইন্ডিয়া জোটকে লিড করবে বাংলাই’
এদিন সংবাদমাধ্যমের সামনেই অর্জুন সিংকে হুমকি দিতে দেখা যায় বনি নামের এক যুবককে। উল্লেখ্য এই যুবকের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন অর্জুন। আর তা শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনেই অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন। বলেন, ‘‘অর্জুন সিং, আমার নাম বনি৷’’ পাল্টা অর্জুনও ওই যুবককে ‘তৃণমূলের ক্রিমিনাল’ বলে দাবি করেন৷
advertisement
অভিযুক্তের সামনে দাঁড়িয়েই অর্জুন সিং বলতে থাকেন, “আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। ভোট দিতে যাচ্ছিল মেয়েটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিন্যাল। পরিচিত ক্রিমিন্যাল। আমাকে থ্রেট দিচ্ছে।”
এখানেই শেষ নয়, টিটাগড়ের পরে কাঁচরাপাড়াতেও ঘটে বিক্ষোভের ঘটনা৷ সেখানে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান অর্জুনও৷ চলে চেয়ার ভাঙচুর৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
আবার আরও একটি ঘটনায় প্রিসাইডিং অফিসারকেও হুমকি দিতে দেখা যায় তাঁকে৷ অভিযোগ, ব্যারাকপুরের কাওগাছির বুথে থাকা প্রিসাইডিং অফিসারের  ‘চাকরি খেয়ে নেওয়ার’ হুমকি দেন অর্জুন সিং৷
আরও পড়ুন: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার
১৯৯৫ সালে ভাটপাড়া পুর নির্বাচনে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হন অর্জুন সিং৷ পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন৷ উনিশে ব্যারাকপুর কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন তিনি৷
advertisement
কিন্তু, বাইশের ২২ মে ফের অর্জুন ফিরে আসেন তৃণমূলে৷ কিন্তু, ব্রিগেডের ময়দান থেকে মমতা চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পরেই ২০২৪ এর ১৫ মার্চ বিজেপি-তে চলে যান অর্জুন৷ তারপরে, বিজেপির টিকিটেই ব্যারাকপুর কেন্দ্রে তিনি ভোটে লড়ছেন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Arjun Singh: তেড়ে গেলেন অর্জুন! টিটাগড় থেকে কাঁচরাপাড়া, দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি নেতা, দিলেন চাকরি খেয়ে নেওয়ার হুমকিও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement