Lok Sabha Elections 2024: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের...কে করবে বাজিমাত? সেটাই দেখার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপর থেকেই জল্পনা ছিল, তবে কি প্রতি বারের মতো উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্র থেকেই লড়বেন রাহুল? আর রায়বরেলি থেকে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা? রায়বরেলিতে উঠে আসে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও৷ কিন্তু, সব জল্পনা শেষ করে অবশেষে রায়বরেলি থেকে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷
উত্তরপ্রদেশ: দেশজুড়ে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফায় মোট ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৪৬৬টি মনোনয়ন জমা পড়েছিল৷ তার মধ্যে গৃহীত হয়েছিল মাত্র ১৪৭টি৷
সারা দেশের পাশাপাশি, এদিন উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ভোট হচ্ছে ১৪টিতে৷ এর মধ্যেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ৷ সোমবার ভাগ্যপরীক্ষা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে রাজনাথ সিং-এর৷
advertisement
রায়বরেলিতে ভাগ্য পরীক্ষা হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধিরও৷ সনিয়া গান্ধি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কংগ্রেসের অন্যতম গড় হিসাবে পরিচিত, রায়বরেলি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ রাহুল গান্ধি দক্ষিণের ওয়ানাদ থেকে ইতিমধ্যেই লড়েছিলেন ভোটে৷ গত ২৭ এপ্রিলই ওয়ানাদে ভোটগ্রহণ মিটে গিয়েছিল৷
advertisement
আরও পড়ুন : ভোটের আগের রাতে রক্তাক্ত আরামবাগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১২! রিপোর্ট তলব কমিশনের
এরপর থেকেই জল্পনা ছিল, তবে কি প্রতি বারের মতো উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্র থেকেই লড়বেন রাহুল? আর রায়বরেলি থেকে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা? রায়বরেলিতে উঠে আসে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও৷ কিন্তু, সব জল্পনা শেষ করে অবশেষে রায়বরেলি থেকে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷
advertisement
আর এতদিন যে অমেঠি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাহুল, সেই অমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় গান্ধি পরিবার ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মার৷
১৯৬৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই আসনটিকে এক সময় কংগ্রেসের ঘাঁটি বলা হত। তবে ২০১৯ সাল থেকে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ২০১৯ সালে এক অসম্ভবকেই সম্ভব করে দেখান স্মৃতি। ২০১৪ সালে যে রাহুল গান্ধীর কাছে হেরেছিলেন তিনি ২০১৯ সালে সেই রাহুলকেই অমেঠিতে পরাস্ত করে লোকসভায় পা রাখেন একদা হিন্দি টেলি দুনিয়ার খ্য়াত এই অভিনেত্রী। পাঁচ বছর পর ২০২৪-এ সেই অমেঠি থেকেই লড়ছেন তিনি।
advertisement
আরও পড়ুন : খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ২, এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ কমিশনের
এর আগে বিভিন্ন সময়ে চার জন গান্ধী পরিবার সদস্য ওই আসন থেকে লড়াই করেছেন। ওই কেন্দ্র থেকে লড়াই করেছেন খোদ রাজীব গান্ধি, সঞ্জয় গান্ধি, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধী। ১৯৯০ সালে ওই আসন থেকে জয়লাভ করেছিলেন রাজীব গান্ধি। তবে, ভোটে না লড়লেও অমেঠিতে জয় হাসিল করতে মাটি কামড়ে পড়ে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধি।
advertisement
অন্যদিকে, অমেঠিকে পর্যুদস্ত করতে রাহুলের বিরুদ্ধে বিজেপি হাতিয়ার করেছিল জনপ্রিয় টি ভি তারকা তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে৷ রাহুল সরে গেলেও, অমেঠিতে রয়েছেন স্মৃতি৷ সোমবার তাঁরও ভাগ্যপরীক্ষার দিন৷
এছাড়াও, উল্লেখযোগ্য প্রার্থী তালিকায় নাম রয়েছে কুস্তিবীর যৌন নির্যাতনকাণ্ডে অভিযুক্ত কাসেরগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলে করণ ভূষণ সিং৷ চব্বিশের নির্বাচনের বাবার কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন করণ৷
view commentsLocation :
Uttar Pradesh
First Published :
May 20, 2024 9:07 AM IST