Election Commission: খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ২, এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ কমিশনের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Election Commission: পঞ্চম দফা ভোটের আগেই উত্তপ্ত হুগলির খানাকুল। ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে। কমিশনের তরফে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে।
খানাকুল: হুগলির খানাকুলের আরামবাগের বিজেপি-র উপ প্রধানকে মারধরের ঘটনায় এসপি কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। পঞ্চম দফা ভোটের আগেই উত্তপ্ত হুগলির খানাকুল। ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে। কমিশনের তরফে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশ সুপারের কাছে। দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ।
নির্বাচনের মুখে সরগরম খানাকুল। নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে রুট মার্চ করাতে হবে। গোটা এলাকায় ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এখনও রয়েছে। খানাকুলের ঘটনায় ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে এমনটাই জানানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, সোমবার চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ৷ এদিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে হুগলি, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের৷ তৃণমূল দিয়েছে ৩০টি, বিজেপি ২২টি ও সিপিআইএম-এর ২৫টি অভিযোগ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 8:04 AM IST